আমার মাথার মধ্যে
একটা ভয় গেথে থাকে সব সময়;
স্রষ্টাকে যেমন ভয়
স্রষ্টার সৃষ্টিকে নিয়েও ভয়;
স্রষ্টার আচরণ নিয়ে ভয়ে থাকি
সৃষ্টির আচরণ নিয়েও ভয়ে থাকি।
মাইলের পর মেইল
সবুজ হারানোর ভয়;
অভিশপ্ত বনভূমির চিৎকার।
দিনের পর দিন যুদ্ধের ভয়
মানুষের আর্তচিৎকার;
সমুদ্রের, নদীর স্বাভাবিকতা
হারানোর ভয়
মানুষের জীবনোপকরন
হারানোর ভয়;
হাজারো মানুষের ক্ষুধার
বিভৎসতার ভয়।
অন্যায়, অত্যাচার, ধর্ষন
হত্যাযজ্ঞ
নানাভাবে মানুষের চিৎকার
সারাক্ষন কানে বাজে;
ভয়ে শিহরিত হয়ে উঠি, আবার
ঈশবরের নির্দেশনা
পরকালে ভয়;
বিচার দিবসের ভয়;
জাহান্নামের আগুনে থাকার ভয়
জোরজবরদস্তি ভয় পেলে চলবে না
হৃদয়ের গভীরে ভয় গ্রথীত থাকতে হবে
আপন বিশ্বাসে।
স্রষ্টার মাধ্যমে ভয়
সৃষ্টির মাধ্যমে ভয়
ইহকালের ভয়
পরকালের ভয়
সুখ হারানোর ভয়
কষ্ট জয় করতে না পারার ভয়।
মানব জীবন
পুরোটাই ভয়ের
আর কত ভয় পাবে মানুষ?
জন্মের শুরুটা হয়
কান্নার মাধ্যমে;
পৃথিবীতে আসার ভয়
পৃথিবীকে ছেড়ে যাবার ভয়ও আছে।
ভয় থেকে মানুষের মুক্তি আছে?
নাকি, ভয়ই জীবন?
জীবনটাই ভয়ের?
মিরপুর, ঢাকা
অক্টোবর ২৩, ২০২২, রাত ৮টা