চোখের জলের আলাদা
কোন রঙ নেই;
কিন্তু, জীবনের অনেক রঙ মুছে
দিতে পারে নিমিষেই।
জীবনের ভাজে ভাজে
কিছু অভিমান থেকে যায়;
প্রত্যাশিত নান্দনিকতা ঘুচিয়ে
এক জীবন এভাবেই তার প্রান হারায়।
সময়ের পরতে পরতে
কিছু স্থায়ী দাগ রয়ে যায়;
আনমনে উঠে আসা স্মৃতি
ভারাক্রান্ত মনকে বহুদূর ভাসিয়ে নিয়ে যায়।
ভালোবাসার অলিগলিতে
জীবন কখনো হোচট খায়;
কলিজা পোড়া গন্ধে
প্রান্তসীমায় একা একাই হেটে যায়।
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা