মানুষের সুখ কম হলে
অর্থ বিত্তের সমারোহ কম হলে
খ্যাতি সুনাম, নাম যশ কম হলে
অস্থির হয়ে যায়
এসব পাওয়ার জন্য ছুটে বেড়ায়
উদ্বৃত্ত সুখ চায়
উদ্বৃত্ত অর্থ চায়, উদ্বৃত্ত বিত্ত চায়
অথচ আমি উলটো মানুষ
আমার শুধু উদ্বৃত্ত অনুভূতি আছে
মানুষের হা হা আর ক্ষুধা
তীব্র যন্ত্রনা
মানুষের প্রতি অন্যায়, অবিচার
সবই অনুভব করি
নারীর প্রতি সহিংসতা
পথে ঘাটে, স্টেশনে ধর্ষন
খুন, হত্যা, গুম
সবই আমার অনুভূতিতে আচর কাটে
অনুভূতির কারনে
মানুষের ক্ষুধার যন্ত্রনা টের পাই
অবিচার প্রাপ্ত কান্না টের পাই
ব্যাংক লুটেরাদের লুটতরাজ
হাজারো পরিবারের অশ্রু দেখতে পাই
গুম হয়ে যাওয়া বাবার জন্য
মেয়ের কান্না শুনতে পাই
রাজনৈতিক কুট কৌশলে হারানো
স্বামীর জন্য স্ত্রীদের আহাজারী শুনতে পাই
প্রতিদিনই কিছু না কিছু
আমার অনুভূতিতে জমা হয়
অথচ অনুভূতিগুলো কোন কাজে লাগে না
উদ্বৃত্ত অনুভূতি
মরচে পড়ে ক্ষয়ে যাচ্ছে
মাঝে মাঝে ভাবি
সরকার মানুষের উদ্বৃত্ত অনুভূতিগুলো
নিজের কাজে লাগাতে পারে
আমরা যেমন প্রতিবছর
ট্যাক্স, ভ্যাট দিয়ে থাকি
এমন একটা নিয়ম করা যেতেই পারে
যাদের অনুভূতি নেই কিন্তু অর্থ আছে
তারা টাকার মাধ্যমে ট্যাক্স দিবে
যাদের অনুভূতি আছে
তারা অনুভূতি জমা দিয়ে ট্যাক্স দিবে
প্রতি বছর
অনুভূতি সরকারী কোষাগারে জমা হতে থাকবে
ধীরে ধীরে কারো কাছেই
আর কোন উদ্বৃত্ত অনুভূতি থাকবে না
নিজের প্রয়োজন ছাড়া
আর কোন অনুভূতিই থাকবে না
সারা দেশজুড়ে শুধু
অনুভুতিহীন মানুষ থাকবে
ঘুষ বাণিজ্য আর লুটতরাজের মাধ্যমে বিত্তের পাহাড়
তৈরী করা মানুষ থাকবে, আর
অনুভূতিহীন মানুষ থাকবে
আর কোন আন্দোলন হবে না
সমাবেশ হবে না
শাহবাগে কেউ জড়ো হবে না
প্রেসক্লাবের সামনে আর অনশন হবে না।
লঞ্চ ভ্রমন/ঢাকা টু বরগুনা
অক্টোবর ১৫, ২০২২, রাত ৮টা