আমিও খানিকটা পথ
হাটতে চেয়েছিলাম
ক্ষুধার অহংকার জড়িয়ে দেহে
ইন্দ্রিয় অনুভূতি, স্পর্শ তো ছিল
অতঃপর একদিন
সময়ের অভিঘাতে ফিরতে হল
নিরামিষভোজী অভ্যাসটাও
রপ্ত করতে হল, গৌতম সাধনার মতো
ডাক্তার চিকিৎসাশাস্ত্রে পারদর্শী
হৃদপিণ্ডের ব্যাথার কারন খোঁজে
পরীক্ষা করে ঔষধ দেয়
হৃদয়ের ভাষা বোঝে না
বিধাতার কাছে প্রশ্ন থাকে
আয়ু বিনিময় পদ্ধতি হল না কেন?
আমি আয়ু বিলাসী
প্রয়োজনের আনুপাতিক আয়ু চাই
উপচে পড়া প্রেম, আর
উদ্বৃত্ত আয়ু
দুটোই ভয়ংকর, আমার দুটোই আছে
বিনিময় করতে চাই
লঞ্চ ভ্রমন/ঢাকা টু বরগুনা
অক্টোবর ১৫, ২০২২, রাত ৮টা