অনু কাব্য সমগ্র
৫৩৬
নীরবতা আর অভিমানের ভাষা
সবচেয়ে জটিল
কেউ কেউ নিজে এর ব্যবহার জানে
অথচ, অন্যেরটা বোঝে না
আরো কমপ্লেক্স
মানব সম্পর্ক টিকে থাকে
এই ভাষা জানা এবং বোঝার ওপর
অথচ, শেখা হয় না
মার্চ ১২, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৫৩৭
দারুন সুন্দর করে
কথা বলেন তো আপনি!!!
কেমন করে শিখলেন?
আপনি কি কথা বলা শেখেন নাকি শেখান?
দুটোই করতাম
এখন কোনটাই করি না
জীবনই আমাকে সব শেখায়
অন্য কোথাও থেকে শিখতে হয় না
মার্চ ১১, ২০২৩ সকাল ১টা
নারায়নগঞ্জ
৫৩৮
সুর্য্যস্তের সময় ঘনিয়ে এসছে
অথচ এখনো রৌদ্র স্নান করতে চাই
শরীরের সাথে লেপ্টে থাকে অনীহার ছায়া
অথচ আবার শুরু করার ইচ্ছে জাগে
ভালোবাসাহীন সময়ের কাছে
আত্মসম্মর্পন হয়েছে অনেক আগেই
জীবিত ভালোবাসারা এখনো চীৎকার করে
অনুকুল আর প্রতিকূল বুঝতে হয়
সময়ের সীমাবদ্ধতাও জানতে হয়
মার্চ ১২, ২০২৩ সকাল ১১টা
মিরপুর, ঢাকা
৫৩৯
পাহাড়ায় রেখেছিলাম
মাইলের পর মাইল সবুজ ঘাষের ভুমি
আচমকা দেখি
হলুদ বর্নের ঘাষ ছেয়ে গেছে
তৃনভুমি হয়ে গেছে
একটি মাত্র ভুমি আমার
ভুমিহীন কৃষক আর কতদিন
টিকে থাকতে পারবে
সেটাই আসল প্রশ্ন????
মার্চ ১২, ২০২৩ সকাল ১১টা
মিরপুর, ঢাকা
৫৪০
ভালোবাসার বৃক্ষ রোপণ করেছিলাম
স্বপ্ন ভুমিতে
এখন ধুসর, হলুদ বর্ণ ধারন করেছে
পাখিরা এখনো গান গায়
সুখে, আহ্লাদে,
ভাবনারা শুধু বেছে বেছে মানুষকেই আক্রমন করে
মানুষ মাছিদের চেয়েও দুর্বল
আগে বলা হয়েছিল, বিশ্বাস করিনি
এখন বিশ্বাস হয় তো ?
মার্চ ১২, ২০২৩ সকাল ১১টা
মিরপুর, ঢাকা