অন্য কাব্য সমগ্র
৪৮১
জীবনের আয়ু শেষ হলে
থাকে শুধু পরিত্যাক্ত লাশ
সম্পর্কের আয়ু শেষ হলে
অবশিষ্ট থাকে একটি দীর্ঘ শ্বাস
কেউ কেউ বলে, কিছু ক্ষেত্রে মুক্তির শ্বাস
আমি মানি না, আমার ভিন্ন বিশ্বাস
ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৪৮২
অতৃপ্তি আর অপুর্ণতা
দুটোই আমাকে বিষন্ন করে রাখে
কারো শুধু অতৃপ্তি থাকে
কারো বা অপূর্ণতা
আমিই সম্ভবত একমাত্র জীবিত মানুষ,যে
নিজেকে এবং অন্যকে ভালো রাখার ব্যাকুলতা
দুটোতেই ব্যর্থ
ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৪৮৩
আদিম সভ্যতা ঢের ভালো ছিল
মেকি সভ্যতার চেয়ে
বিভেদ আর বৈষম্যে
গড়া মানুষের মগজ
অথচ সভ্যতার দাবীদার !!!
আজ না হয় কেটেই গেল
কিন্তু আগামীর কি হবে??
ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৪৮৪
জিতে যাওয়া যেমন
বেশির ভাগ মানুষের লক্ষ্য হয়
হেরে যাওয়া কিংবা
হেরে গিয়েও স্থির থাকতে পারে কি
লক্ষ্য হতে পারে??
এগিয়ে যাওয়াই যখন মূল চালিকা শক্তি
তখন কি আর
পিছিয়ে যাওয়া কোন শক্তি সঞ্চিত করে?
কতটো পিছিয়ে থাকলে
এক জীবন ব্যর্থ হয়?
পেছনের ও কি কোন পেছন আছে?
ফেব্রুয়ারি ২৫, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা
৪৮৫
মানুষের সাথে মানুষের সম্পর্ক
সবচেয়ে ক্ষনস্থায়ী;
সবচেয়ে বেশি ভংকুর
রক্ত সম্পর্ক কিংবা
আত্মার সম্পর্ক অথবা তৈরি করা সম্পর্ক;
সবটাই টান টান রশির ওপর থাকে
সম্পর্কের গাথুনীটাই
পারস্পরিক চাহিদা পূরনের নিমিত্ত মাত্র
ফেব্রুয়ারি ২৫, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা