অনু কাব্য সমগ্র

৪২৩
আগুন চাষ করলে
পাথুরে জীবন ফলবে;
বলেছিলাম অনেক আগেই
শুনলে না, আমার কথা।

ফুসে উঠেছে সমুদ্র
এবার জন্মাবেই জলজ জীবন;
ভাসমান প্রান
শ্যাওলা মোড়ানো সুখ।

ফেব্রুয়ারি ৯, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪২৪
আমি প্রতিদিন
নিজের কাছে হেরে যাই;
আবার উঠে দাড়াই।

হাত পেতে ভিক্ষে চাই
তোমার কাছে;
নিরাশ হবো না, প্রত্যাশা আছে।

তুমি আছো আমার
নিঃশ্বাসের খুব কাছে

ফেব্রুয়ারি ৯, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪২৫
আমি ঘুমিয়ে গেলে
বয়োবৃদ্ধ রোগীর মতো ভীষন
একা হয়ে যায় জীবন;
একটা অসভ্য আর্তনাদ বহন করে।

মৃত্যুর প্রত্যাশা নিয়ে
আলিংগন করে রাত্রির সাথে;
আচমকা ভোরের আগমনে
হতাশা আক্রান্ত হয়, দীর্ঘশ্বাস মনে।

ফেব্রুয়ারি ৯, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪২৬
এক চিমটে ধর্ম জ্ঞান
আধ মুঠো সামাজিকতা
প্রত্যাশা দিয়ে ঘুটা
এটাই জীবন।

অন্য কারো

এক চিমটে অসাম্প্রদায়িকতা
আধ মুঠো মানবতা
উচ্চাশা দিয়ে ঘুটা
এটাও জীবন

কিংবা হয়তো

এক চিমটে সাহিত্য চর্চা
আধ মুঠো উদারতা
প্রাপ্তির অহংকার দিয়ে ঘুটা
এটাও এক ধরনের জীবন
.........
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা