অনু কাব্য সমগ্র

৪২১
সময়ের পাদদেশে
মলিন সম্পর্ক;
বন্ধুত্তের আবহে তখনো
সেটা ছিল অপরিপক্ক।

সম্পর্কের এক পর্যায়ে
কেউ মেতে ওঠে উপেক্ষায়;
অন্যজন তখনো থাকে
একবার দেখার অপেক্ষায়।

ফেব্রুয়ারী ৮, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা

৪২২
ভুল জায়গায় স্যাক্রিফাইস,
ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ

অসময়ে ভুলের মিনিমাইজ
আচমকা ভুলের বিগ সাইজ

কোন কিছুই স্বস্তি  দেয় না!!!

ফেব্রুয়ারি ৮, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা