অনু কাব্য সমগ্র

৩৩২
আতংকিত জনপদ, এবং
বিপর্যস্ত জনজীবন;
আস্থাহীনতার আস্ফালনে পলায়নপর
প্রেম, সমাধি প্রান্তরে।

প্রিয় ক্রুশবিদ্ধ যীশু,
আপনাকে দ্রুতই আসতে হবে;
মানব চেতনায় সার্ভিসিং দরকার;
অন্যথায় রোবটগ্রহে পদার্পন
আপনার ভালো লাগবে না।

জানুয়ারী ১৮, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৩৩৩
আমি কেন ক্রমাগত
যাদু বন্যায় শিহরিত হই;
আমি কেন প্রতিফলিত আলোয়
নগ্ন আচরন দেখে ফেলি!

আমি কেন ক্রমাগত
মোহনীয় কথার প্রেমে পড়ি;
আমি কেন ওজন মাপুনিতে
বার বার ভুল করি!

জানুয়ারী ১৮, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৩৩৪
শ্রেষ্ঠত্বের দাবী অন্যায় নয়
কেবল
স্রু সুতোর উপর দাঁড়িয়ে
থাকার সক্ষমতা থাকা চাই।

গতিশীল শ্রেষ্ঠত্বের সাথে
তাল মেলাতে হবে;
অনেক দাবীদার আছে
সে খেয়াল রাখতে হবে।

জানুয়ারী ১৮, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৩৩৫
অতি ভালো মানুষের সাথে
বসবাস
কেবল স্বর্গেই সম্ভব।

কিছুটা নষ্ট হতে পারলে
সুখী হওয়া যেতো।

অসম্ভবগুলো সম্ভব করে তোলাটা
সম্ভব
কেবল আমি পারি না।

জানুয়ারী ১৮, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা