অনু কাব্য সমগ্র
৩০১
মানুষের ভীড় ঠেলে
সামনে যেতে আমার অনীহা;
তোমার কাছাকাছি যাওয়া হয় না।
তুমি
অনেক মানুষের পাহাড়ায় থাকো;
মানুষের কোলাহলে নিজেকে
আটকে রাখো।
কিছু ইচ্ছে
ইচ্ছেতে বন্দী থাকাই ভালো;
দূর থেকে দেখতে পাই
স্নিগ্ধতার আলো।
জানুয়ারি ১০, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৩০২
কে কাকে ছেড়ে গেছে
মানুষ নাইবা জানলো; কিন্তু
সেটা তুমিও জানো;
আমিও জানি।
থাক সে সব কথা, ভালো থাক,
এটাই শেষ কথা হউক।
তোমার জীবনের গল্পের প্রয়োজনে
আমি ছিলাম;
এখন আবার
গল্পের প্রয়োজনেই নেই।
জানুয়ারি ১০, ২০২৩ রাত ১০টা
বাসাবো, ঢাকা