অনু কাব্য সমগ্র
২৯৪
পৃথিবীর সমস্ত রূপের যোগফল
নারীর রূপ;
সময়ে ভয়ংকর হতে পারে
সুনামির মতো।
সমুদ্রের উত্তাল ঢেউ
মনোরম, মুগ্ধকর;
তথাপি তার একাধিক ভাষা।
মুগ্ধতা অবগাহনে ভাষা জানা জরুরী।
জানুয়ারি ৮, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা
২৯৫
প্রকৃতি অন্ধকার তৈরি করে
সেটা আশীর্বাদ
কল্যাণকর;
মানুষও অন্ধকার তৈরি করে
সেটা দৃশতই অকল্যাণকর।
মানুষ আলো দিয়েও
অকল্যাণকর সৃষ্টি করে;
প্রকৃতির অসীম ক্ষমতায়
আলো, অন্ধকার দুটোই প্রত্যাশিত।
মানুষের সাধ্য কি?
অহেতুক বাগম্বড়তা!!
জানুয়ারি ৮, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা
২৯৬
তিনি সৃষ্টি করেন
চলমান ছায়াছবি;
যেখানে প্রতিবেশ থাকে, ভাষা থাকে
উপলব্ধিজাত ম্যাসেজও থাকে
আমরা অনেকেই তা বুঝতে পারি না।
চূড়ান্ত ইঙ্গিত দেয়া থাকে
শৈল্পিক ভঙ্গিতে, কখনো বা
সাদামাটা ভাবে;
আমাদের প্রজ্ঞার অভাবে
জানতে পারি না কিছুই।
জানুয়ারি ৮, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা