অণু কাব্য সমগ্র
৪১
অন্ধের দেশে
আয়না বিক্রি হয় না;
মুদির দোকানেও
স্বর্ন বিক্রি হয় না
সব জানার পরও
কিছু গোয়ার টাইপের মানুষ
নিজেই নিজের জীবন বিষিয়ে তোলে;
আমি এবং কেউ কেউ
এমনই ঘাড় ত্যাড়া মানুষ
নভেম্বর ৬, ২০২২, ভোর ৫টা
মিরপুর, ঢাকা
৪২
তোমার সব কথা
শেষ হলে
আমার কথা শুরু হবে
এমন ইচ্ছে নিয়ে মুখ বুজে থাকি;
তোমার সব অত্যাচার
শেষ হলে
আমি সচল হয়ে উঠবো
জীবনের কাছাকাছি থাকবো;
এমন ইচ্ছেগুলোই মনে
পুষে রাখি; খুব গোপনে
নভেম্বর ৬, ২০২২, ভোর ৫টা
মিরপুর, ঢাকা
৪৩
আমার আনন্দ লুকিয়ে রাখি
মৃত বাতাসের শরীরে;
আমার গোপন চিৎকার দিয়ে
তোমার সুন্দর জীবনের সুর তুলি;
আমার প্রতিদিনে ঘামের ফোঁটায় ফোঁটায়
তোমার সউন্দর্য্যের জাল বুনি।
আমার নীরবতার ঘ্রানে
তোমার জীবন সুখী হয়;
আমি আমাকেই বিসর্জন দিয়েছি
নভেম্বর ৬, ২০২২, ভোর ৫টা
মিরপুর, ঢাকা
৪৪
মাটিকে ছুঁয়ে না দিলে
বীজ থাকে নিস্ফলা অনন্তকাল;
জীবনের প্রকৃত তাৎপর্য নিহিত থাকে
ক্রমাগত জীবনকে ভক্ষনের ভিতর।
কেউ কেউ কোনটাই পারে না
প্রকৃতির এক আজব রহস্য।
নভেম্বর ৮, ২০২২, রাতে ১০টা
ওরিয়ন হোটেল, যশোর
৪৫
আমার আনন্দ
লুকিয়ে থাকে রাতের বিষন্ন বাতাসের শরীরে;
বিষাদের ফুলগুলি পেকে
ঝরে যায় সন্ধ্যে রাতে।
ঐশ্বরিক বিরল এক অনুভূতি
স্পর্শ করে
হৃদকম্পনে ছড়িয়ে নিঃশ্বাস
গাঢ় অন্ধকারে।
নভেম্বর ৮, ২০২২, রাত ৯টা
তালা, সাতক্ষিরা, উত্তরণ
৪৬
পাহাড়ের থাকে বিশালতা
কিন্তু উচ্চতার অহংকার;
সমুদ্রেরও থাকে বিশালতা
কিন্তু হুঙ্কার আর গর্জনের অহংকার।
তুমিও মানবিকতায় মোড়া
কিন্তু, আমিত্বের অহংকার;
তোমারও আছে গভীর জীবন দর্শন
কিন্ত জীবনকে নিয়ে অহেতুক তামাশার নেশা।
আমি আর কি বলবো তোমায়!!!!
নভেম্বর ৮, ২০২২, রাত ৯টা
তালা, সাতক্ষিরা, উত্তরণ
৪৭
চল্লিশ বছরের ইতিহাস কাঁধে নিয়ে
আমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজি আমি;
অনেকের আয়ু শেষ হয়ে গেছে
উত্তর মেলেনি আজ ও।
আঠাশ বছরের ভুলগুলো
একটু একটু করে
আরেকটি অমীমাংসিত প্রশ্নের জন্ম হয়েছে;
আমারও আয়ু শেষ হবে, উত্তর বিহীন প্রশ্ন নিয়ে।
নভেম্বর ৭, ২০২২, রাত ৯টা
শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, ঢাকা
৪৮
আমাকে বিরক্ত করো না প্লিজ
আমি ঘুমোতে পারি না একটুও;
ঘুমতৃপ্তি পাই না অনেকদিন হলো
ব্যাথাতুর ঘুমগুলো ভীষন উপহাস করে প্রতিনিয়ত।
আর কোন গল্প তৈরী হবে না
ওহে যুবক জেনে রাখো
এক জীবনে একটা ভুলের গল্পই যথেষ্ট;
একটি তৃপ্তিময় ঘুমের অপেক্ষা!
নভেম্বর ৬, ২০২২, রাত ১২টা
মিরপুর, ঢাকা
৪৯
পরিভ্রমের জেনে গেছি
কিভাবে একটি পাহাড়ের মৃত্যু হয়;
মূর্খ যুবক পাঠ করো তোমার প্রভুর নামে
যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্ত বিন্দু থেকে।
ফসলের আলাপন নীরবে কেন হানা দেয়
তোমার বুক ;
সেচ্ছায় ছুঁড়ে ফেলেছো নিজের পোশাক
গাছেরা যেমন প্রতি বছরে অবহেলায় ছুঁড়ে ফেলে উজস্র পাতা।
ঘড়িরে কাটা বহুবার হাত জোড় করে ক্ষমা চেয়েছিল!!
নভেম্বর ৭, ২০২২, রাত ৯টা
শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, ঢাকা
৫০
অবশেষে সরলপথে যাবো আমি
সন্ন্যাস জীবন কেউ বেঁছে নেবো;
জীবনের দিকে ফিরে তাকানো
ভীষন স্পর্ধা মনে হয় ইদানিং।
পৃথিবীর সমস্ত ঋণ, বাল্যশিক্ষা
কোমল আকাশ, মদ, নারীর শরীর, সব নিষিদ্ধ থাকুক;
অনন্ত কালের যাত্রা পথ
খুব দ্রুতই এগিয়ে আসুক।
তোমার মন অন্য ঘরেই থাকুক
সুখের পায়রা না হয়, অচেনা আকাশে উড়ুক!!
নভেম্বর ৮, ২০২২, রাত ৯টা
তালা, সাতক্ষিরা, উত্তরণ