অনু কাব্য সমগ্র
২৭৭
মস্তিস্কের গহিনে নিশ্চুপ ক্রন্দন
অদৃশ্য সুতোয় বাধা
জীবনের নানা বন্ধন;
দ্রোহের আগুন জ্বলে অকস্মাৎ।
অবচেতন চৈতন্যে
শিস দিয়ে যায়, কোন
এক অদৃশ্য ইশারা
ঝড় ওঠে, জীবন হয় দিশেহারা।
জানুয়ারি ৩, ২০২৩ রাত ১২টা
ব্যুরো বাংলাদেশ, চট্রগ্রাম
২৭৮
আমার শুধু
ভুল সময়ে ভুল কিছু মনে হয়
নামাজ পড়ার সময়
কাজের কথা মনে হয়ে;
কাজের সময়
নামাজের কথাই মনে হয়।
ঘুমের সময়
জেগে থাকতে ইচ্ছে করে;
আবার, ঘুমোতে ইচ্ছে করে
যখন জেগে থাকার সময় হয়।
আমি, মনে হয়
ভুল সময়ের, ভুল মানুষ
জানুয়ারি ৪, ২০২৩, সন্ধ্যে ৬টা
মুঠোফোন, ধাকামুখী যাত্রা পথে
২৭৯
অবশেষে
এই ভাবনাটাই বোধহয় সঠিক;
"আমাকে" কারো ভালো লাগার চাইতে
ভালোবাসার চাইতে
অবহেলাটাই উত্তম;
প্রথমটা হারানোর ভয় থাকে;
পরেরটা, পরিবর্তনের প্রত্যাশা
মনের গহীনে লুকানো থাকে।
জানুয়ারি ৪, ২০২৩ সন্ধ্যে ৬টা
মুঠোফোন, ঢাকামুখী যাত্রা পথে