২৭২
সহসাই শুনতে হবে
কেউ একজন কড়া নাড়ছে;
শ্যামল বাড়ি আছো?
আমি হয়তো না শোনার ভান করবো
সাড়া,আমাকে দিতেই হবে
ডেকেছে, তার সাথেই যেতে হবে;
হয়তো বলবো, আমি আসি তবে
কিংবা
কাউকে কিছু না বলেই তার সাথে চলে যাবো।
জানুয়ারি ২, ২০২৩ রাত ১০টা
লঞ্চ কেবিন, ঢাকামুখী যাত্রাপথে
২৭৩
দিনের আলোয় দেখি
অফিস আদালতে, ক্ষেতে খামারে
হোটেল রেস্তোরায়, বাজার হাটে
ব্যস্ত মানুষের ছুটোছুটি
আনন্দ, উল্লাস, সুখের সমারোহ;
সূর্য্য ডুব দিলে
রাতের অন্ধকারে ফুটে ওঠে
প্রকৃত মানচিত্র
ফুটপাত ধরে হাটি
মানচিত্র আরো স্পষ্ট হয়!
জানুয়ারি ২, ২০২৩ রাত ১০টা
লঞ্চ কেবিন, ঢাকামুখী যাত্রাপথে
২৭৪
একটা মুখ
কিছুটা চেনা এবং রহস্যময়
একটা মুখ
খুব চেনা কিন্তু মুহুর্তেই অচেনা
একটা মুখ
চিরচেনা তবুও আজীবন অচেনা
একটা মুখ
অচেনা অথচ মনে হয় চেনা
দ্বিধাগ্রস্থ আমি পথ চলি মাথা নীচু করে!!
জানুয়ারি ২, ২০২৩ রাত ১০টা
লঞ্চ কেবিন, ঢাকামুখী যাত্রাপথে