অনু কাব্য সমগ্র
১৪৬
ঘন অন্ধকারের ভেতর দিয়ে
কেটে যায় বর্তমান সময়;
নির্জন সন্ধ্যার বুকে তীব্র
এক রক্তক্ষরন।
আমি তখনো গোপন সৌন্দর্যের
জাল বুনি;
একটি স্বপ্ন তখনো জেগে থাকে
যদিও তা বৃথা, জানি।
নভেম্বর ২৮, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা
১৪৭
দীর্ঘ দিন, বছর হলো
আমি অপেক্ষা করি;
অপেক্ষাগুলো কাশবনের ফ্যাকাশে আলো
তবুও ছুতে চাই।
মাথার গভীরে একটি আর্তনাদ
সময়ের সুতোয় প্যাচ লেগেছে;
তবুও অপেক্ষা করি
একটি গিটবিহীন সরল সুতোর জন্য।
নভেম্বর ২৮, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা
১৪৮
ইদানিং চেনা শহরটাকে
বড্ড এতিম মনে হয়;
চেনা জীবনটাকেও;
এতিমদের কোন অভিভাবক থাকে না।
অভিভাবকহীন শহরটা
শকুনের নুতন গ্রহ মনে হয়;
শহরের শরীর থেকে মাংস খুলে খাচ্ছে;
আমি নিরুপায়;আমার শরীর থেকে অনেক
আগেই মাংস খাবলে খেয়েছে।
নভেম্বর ২৮, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা
১৪৯
বহুদূর থেকে ভেসে আসে
নীরব আহবান;
ক্ষীন কন্ঠ, তীব্রতা ভীষন
প্রতিদিন শুনতে পাই না, মাঝে মাঝে।
স্বপ্নের ব্যাখা আছে
মানুষের অজ্ঞতায় ধরা পড়ে না;
রাস্তার শেষে কি অবচেতন মন
সজাগ হয় বেশি?
নভেম্বর ২৮, ২০২২ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
১৫০
অনুভূতিতে জড়ানো
হারানো সম্পদ অমলিন;
অথচ মরিচীকার পেছনে
সময়ের অপচয়।
গোটা পৃথিবীর সবাই
একইসাথে কিভাবে বোকা হয়!
আমি না হয় বোকা
কিন্তু অন্ধ হলাম কখন?
নভেম্বর ২৮, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা