৬৯১
কত-শত ছোট ছোট ভুলে
টালমাটাল হলো জীবন
সেগুলো সব শুধরে নেয়া যেতো
শুধু, একটি মাত্র ভুলের সিদ্ধান্তে
চোরাবালিতে আটকে গেছে পুরো জীবন,
চাইলেই টেনে তোলা গেল না!
মেভ৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৬৯২
চারপাশে
ঘৃনার পাথরে তৈরি অট্রালিকা
সভ্যতা শুষে নেয়
ঘামমিশ্রিত তাজা রক্ত;
বিষবাস্পে ছেয়ে গেছে
নীল আকাশ
নিষ্ঠুর বলয়ে খাদ্যের টানাপোড়ন
যথানিয়মে দিন রাত্রির ঘুর্নন
অথচ
নির্বোধ প্রানীরা, মানুষ থেকে
বোধ শিখতে চায় না
জুন ৫, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৬৯৩
এখন আর কাউকেই
“তুমি” বলে সম্বোধন করি না
তুই বলি, নয়তো
আপনি
শব্দের ভেতর যেমন
আবেগ লুকানো থাকে
ক্ষরণও থাকে
“তুমি” শব্দটি আবেগ এবং
ক্ষরণ এর মাঝামাঝি অবস্থান নিয়েছে
এখন আর কাউকেই
“তুমি” সম্বোধন করতে ইচ্ছে করে না
জুন ৫, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা