৬১১
তুমি তোমার মতোই রইলে
আমি এলোমেলো প্রণয়স্নাত সাগরে

কল্পনার বিস্তারে ডুবে যাই
সমস্ত চেতনা ভুলে

প্রত্যক্ষ ভাবনাতে বিভোর
অথচ
চারপাশে ছড়িয়ে থাকা ঘ্রান ধরা দেয় না

এপ্রিল ৯, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

৬১২
নিয়মিত অবহেলা
ভাবনার দ্বারে কড়া নাড়ে
অফুরন্ত নিঃসঙ্গতায় ডুবে থাকি কথোপকথনে
নিজের সাথে

স্পর্শের শিহরণ তখনো
বন্দী, উপেক্ষার সংগ্রহশালায়
লোমকূপের শিহরণ নিস্তেজ থাকে নিজের সীমানায়

বিমূর্ত ভাবনায় দিন কাটে
আমি আমার সঙ্গে

এপ্রিল ৯, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

৬১৩
আমার শরীর বেঁচে থাকে
ভাড়াটে মন নিয়ে
শরীরের স্থায়ী আবাসন, অথচ
দাপুটে মনের সীমানায় পরাজিত

উত্তরহীন হাজারো প্রশ্নে জর্জরিত
অভিমানের দহন বড্ড বেশী জ্বালা ধরায়
তীব্রতার আক্রোশে

এপ্রিল ৯, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা

৬১৪
স্মৃতিগুলোই আমার পুঁজি
বর্তমানকে শাষনে রাখে

মাঝে মাঝে হার মানে
ভবিষ্যতের আশংকার কাছে

তবুও, মাথা তুলে দাঁড়ায় নিজ ভরসায়
ছিনিয়ে নেয়ার সাহস তো নেই কারো
যেমনটা ছিনতাই হয়ে যায় বর্তমান ও ভবিষ্যৎ

এপ্রিল ৯, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা

৬১৫
যতোদিন তোমাকে পড়া হয়নি
সঠিকভাবে;
বিস্ময় ছিল ভাবনায়, চায়ের আড্ডায়
স্পর্শের ছোঁয়ায়

এখন তোমাকে পড়তে পারি
অথচ, হারিয়ে গেলে
দ্বন্দ্ব মুখর কথা আর জীবন চর্চার আড়ালে

এখনো অপেক্ষায় আছি
ফিরবে নিশ্চই একদিন

এপ্রিল ৯, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা