অনু কাব্য সমগ্র


জীবন আছে;
যেখানে জগতের কোলাহল কিংবা
প্রতিযোগীতে নেই, আবার
কবরের আযাবও নেই;
ভীষন সুন্দর এবং উপভোগ্য

অক্টোবর ৩১, ২০২২,ভোর ৬টা
মিরপুর, ঢাকা


বিষন্নতারও একটি সুর আছে
তাল, লয় সবই আছে;
সর্বোপরি একটি সংগীত বাজে।
মনে হয়
দূর থেকে ভেসে আসা
কালো অশ্বের ক্ষুরের আওয়াজ

অক্টোবর ৩১, ২০২২, সকাল ৭টা
মিরপুর, ঢাকা


আমি চাই
আমার চোখের সামনে দিয়ে
আমার কফিন হয়ে নিয়ে যাক কেউ
আমি চাই
আমার মৃত্যুর পরও
তুমি দীর্ঘদিন বেঁচে থাকো

অক্টোবর ৩১, ২০২২, সকাল ১০টা
মিরপুর, ঢাকা


নীলাভ কষ্টের মতোই
নির্জন রাত্রি;
নীরবতার সঙ্গীত শুনি
ধ্যানমগ্ন হয়ে;
তীব্র দহন ঐ সুরের শরীরে

অক্টোবর ৩১, ২০২২, বেকেল ৫টা
মিরপুর, ঢাকা


সময়কে খুঁজে বাড়ানো
এক পথিক আমি;
সময়কে সময়ের কাছে’
জীবনকে জীবনের কাছে;
ভীষন নষ্টালজিয়ায় আক্রান্ত আমি
বলা যায় আসক্ত

অক্টোবর ২৮, ২০২২,ভোর ৬টা
মিরপুর, ঢাকা


কখনো কখনো মৌনতার বরফে
জ্বলে ওঠে আগুন;
বিশ্বাসের বাতিতে আস্থা ছিল;
পৃথিবীর গতিপথে দেখি
বিশ্বাস আর আস্থার
নির্মম পরাজয়;
আমি এখনো নির্বিকার থাকি

অক্টোবর ২৭, ২০২২,ভোর ৬টা
মিরপুর, ঢাকা


আমাকে এক পেয়ালা
বিষ এ৭
নে দাও
পৌরুষযুক্ত দেহের প্রয়োজন নেই
দ্বিধাবিভক্ত সমাজে;
আমরা ভীষন স্বাধীনতা প্রিয়
কেউ কাউকে প্রয়োজন মনে করি না;
আমরা ভালো আছি

অক্টোবর ২৯, ২০২২ রাত ৬টা
মিরপুর, ঢাকা


আমরা এমন এক সমাজে
বাস করি, যেখানে
ভোট অপেক্ষা
কাগুজে নোটের মূল্য বেশি;
মত প্রকাশের স্বাধীনতা অপেক্ষা
ভাতের মূল্য অনেক বেশি;
মর্যাদা অক্ষুন্ন রাখার চেয়ে
এক কাপ চায়ের মূল্য বেশি

অক্টোবর ২৮, ২০২২ সকাল ১১টা
বসুন্ধারা, ঢাকা


ভালো থেকো সব সময়
তোমার বর তোমায়
খুশিতে রাখবে সব সময়, দেখো;
আমিও ভালো থাকবো
রঙিন পানিতে জীবনকে উপভোগে রাখবো;

কোন সমস্য হলে
শুধু আমায় একটা ফোন করো;
এই নাম্বারটাই আজীবন
বুক পকেটে লুকিয়ে রাখবো

অক্টোবর ৩১, ২০২২,বিকেল ৫টা
বাসাবো, ঢাকা

১০
মানুষের অর্থবিত্তের অহংকার
এবং ক্ষমতার দম্ভ;
বুকের ভেতর ঈগল পাখির
জন্ম দেয় স্বগৌরবে।

অভাবে নামের শকুনা
আমাদের স্ত্রীদের হৃদপিণ্ড
ছিঁড়ে ছিঁড়ে খায় প্রতিদিন।

নিরূপায় হয়ে
নির্বোধের মতো তাকিয়ে থাকি
মৃত্যু অবধি!

নভেম্বর ১, ২০২২, ভোর ৬টা