অনু কাব্য সমগ্র
১
জীবন আছে;
যেখানে জগতের কোলাহল কিংবা
প্রতিযোগীতে নেই, আবার
কবরের আযাবও নেই;
ভীষন সুন্দর এবং উপভোগ্য
অক্টোবর ৩১, ২০২২,ভোর ৬টা
মিরপুর, ঢাকা
২
বিষন্নতারও একটি সুর আছে
তাল, লয় সবই আছে;
সর্বোপরি একটি সংগীত বাজে।
মনে হয়
দূর থেকে ভেসে আসা
কালো অশ্বের ক্ষুরের আওয়াজ
অক্টোবর ৩১, ২০২২, সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৩
আমি চাই
আমার চোখের সামনে দিয়ে
আমার কফিন হয়ে নিয়ে যাক কেউ
আমি চাই
আমার মৃত্যুর পরও
তুমি দীর্ঘদিন বেঁচে থাকো
অক্টোবর ৩১, ২০২২, সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৪
নীলাভ কষ্টের মতোই
নির্জন রাত্রি;
নীরবতার সঙ্গীত শুনি
ধ্যানমগ্ন হয়ে;
তীব্র দহন ঐ সুরের শরীরে
অক্টোবর ৩১, ২০২২, বেকেল ৫টা
মিরপুর, ঢাকা
৫
সময়কে খুঁজে বাড়ানো
এক পথিক আমি;
সময়কে সময়ের কাছে’
জীবনকে জীবনের কাছে;
ভীষন নষ্টালজিয়ায় আক্রান্ত আমি
বলা যায় আসক্ত
অক্টোবর ২৮, ২০২২,ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৬
কখনো কখনো মৌনতার বরফে
জ্বলে ওঠে আগুন;
বিশ্বাসের বাতিতে আস্থা ছিল;
পৃথিবীর গতিপথে দেখি
বিশ্বাস আর আস্থার
নির্মম পরাজয়;
আমি এখনো নির্বিকার থাকি
অক্টোবর ২৭, ২০২২,ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৭
আমাকে এক পেয়ালা
বিষ এ৭
নে দাও
পৌরুষযুক্ত দেহের প্রয়োজন নেই
দ্বিধাবিভক্ত সমাজে;
আমরা ভীষন স্বাধীনতা প্রিয়
কেউ কাউকে প্রয়োজন মনে করি না;
আমরা ভালো আছি
অক্টোবর ২৯, ২০২২ রাত ৬টা
মিরপুর, ঢাকা
৮
আমরা এমন এক সমাজে
বাস করি, যেখানে
ভোট অপেক্ষা
কাগুজে নোটের মূল্য বেশি;
মত প্রকাশের স্বাধীনতা অপেক্ষা
ভাতের মূল্য অনেক বেশি;
মর্যাদা অক্ষুন্ন রাখার চেয়ে
এক কাপ চায়ের মূল্য বেশি
অক্টোবর ২৮, ২০২২ সকাল ১১টা
বসুন্ধারা, ঢাকা
৯
ভালো থেকো সব সময়
তোমার বর তোমায়
খুশিতে রাখবে সব সময়, দেখো;
আমিও ভালো থাকবো
রঙিন পানিতে জীবনকে উপভোগে রাখবো;
কোন সমস্য হলে
শুধু আমায় একটা ফোন করো;
এই নাম্বারটাই আজীবন
বুক পকেটে লুকিয়ে রাখবো
অক্টোবর ৩১, ২০২২,বিকেল ৫টা
বাসাবো, ঢাকা
১০
মানুষের অর্থবিত্তের অহংকার
এবং ক্ষমতার দম্ভ;
বুকের ভেতর ঈগল পাখির
জন্ম দেয় স্বগৌরবে।
অভাবে নামের শকুনা
আমাদের স্ত্রীদের হৃদপিণ্ড
ছিঁড়ে ছিঁড়ে খায় প্রতিদিন।
নিরূপায় হয়ে
নির্বোধের মতো তাকিয়ে থাকি
মৃত্যু অবধি!
নভেম্বর ১, ২০২২, ভোর ৬টা