৫৮৬
অবজ্ঞা আর অবহেলায়
পিছিয়ে যাই
অথচ
স্পর্শ খুঁজে পাই
তোমারই রচিত কাব্যগ্রন্থে
আমি রক্ত মাংস পিপাসু নই
স্পর্শ আকাঙ্ক্ষী
এপ্রিল ১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৫৮৭
তোমাকে ভালোবাসার পরে
জেনে গেলাম
সমস্তই কেড়ে নিলে
ফিরে যাবার পথে
তোমাকে ভালোবাসার পরে
জেনে গেলাম
ঈশ্বর এবং অর্থ
মুদ্রার এপিঠ ওপিঠ
এপ্রিল ১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৫৮৮
নিজেকে আড়াল করে
অনেক তো হাটলাম
দূর, বহুদূর
অবশেষে নিঃশর্ত নত হওয়া
নিজের কাছেই ফিরে আসা
এপ্রিল ১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৫৮৯
আমাকে ভেঙ্গে
আবার গড়ে তুলেছে সময়
সকল প্রশ্নের সযত্ন উত্তরও মিলেছে
সময়ের কাছে চির কৃতজ্ঞতা
এপ্রিল ১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৫৯০
আমার ঘরে থাকে
ধূপের ঘ্রাণ, মলিন কীর্তন
আর শূন্যতার ভীতি
ক্রদ্ধতা ভেঙ্গে ভেঙ্গে মিহি দানায় রূপান্তর
কংক্রিটে মোড়া ভালোবাসার স্মৃতি
শূন্যতয়য় মনোনিবেশ করি, গভীর এক ধ্যানে
এপ্রিল ১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা