৫৮১
ফিরবে বলে কথা দিয়েছিলে
ফিরলে ঠিকই
অথচ ফিরলে না
অজস্র কল্পনার অনুভূতিগুলো
উৎসর্গ করেছি নিয়ম করে
অনিয়মের কাছে
হৃদপিণ্ডের রক্তের উচ্ছলতা
শ্লোথ গতিতে চলছে
যেহেতু মৃত্যু পরাজিত করেনি জীবনকে
মার্চ ৩০, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৫৮২
ওদের সাথে তোমার আলাদা আলাদা
যুগল ছবি
সেকারনে ওদের আমার অ-পছন্দ
ওদের ফেসবুক স্ট্যাটাসে
তোমার লাভ ইমো
সে কারনেই, ওরা আমার ঈর্ষনীয়, আর কোন কারন নেই
আমি কাউকেই অপছন্দ করি না
তুমি পছন্দ করো
সে কারনে আমার অপছন্দ
আমার আর কোন ঈর্ষা নেই
তুমি ছাড়া
মার্চ ৩০, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৫৮৩
একটি অদৃশ্য নিস্তব্ধতা
বিরাজ করে আমার প্রতিদিনের কর্মে, চিন্তায়
মাঝে মাঝেই মগজে
শূন্যতা স্থায়ী আসন নেয়
শরীরের শানিত রূপ
ক্ষয়ে যায় কারনে অকারনে
অথচ, বয়সের ভার এখনো জমা হয়নি
জীবনের ভারে ন্যূজ্জ
মার্চ ৩০, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৫৮৪
যাকে খুঁজে বেড়াই
কফির আড্ডায়, কাশবনের সরু রাস্তায়
সে থাকে কবিতায়
যাকে খুঁজি
অস্থির সময়ে গল্প করার ইচ্ছেতে
সে থাকে উপন্যাসের চরিত্রে
কোন একদিন দেখা হবে তার সাথে
কিংবা, হয়তো
আমিই চলে যাবে তার কাছে, কল্পিত গ্রহে
মার্চ ৩০, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৫৮৫
কোন একদিন
তোমার স্পর্শ, ফিরিয়ে দিয়েছিল সব
নাকি
কেড়ে নিয়েছিল, লালিত স্বপ্ন
এখন আর মনে করতে পারি না
তোমার শহরেই থাকি
অথচ, দেখা হয় না বহুদিন
তুমি বিবাহিতা,আমি বিবাহিত-ব্যাচেলর
মার্চ ৩০, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা