৫৭৬
সহজ করেই বুঝতে চেয়েছিলাম
তোমায়
অথচ জটিলতার পাথর সময়
বয়ে চলে ব্যথায়

অন্তঃকোণে হাজারো প্রশ্ন
অপহৃত স্বপ্ন
মলিন মুখে ফিরতি পথে
তোমার কথাই মনে হচ্ছিল

মার্চ ২৬, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৫৭৭
আমার বিবর্ন ক্যানভাসে
সন্ধ্যের বাতাস ওড়ে
ধূপের ঘ্রাণ আমার ঘরে
আমি থাকি, হাজারো প্রশ্নের দহনে

উত্তর মেলে না

অস্থির পায়চারী
একই ব্যথায়, একই ভুলে এবং
একই মোহে

মুক্তি মেলে না

মার্চ ২৬, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৫৭৮
রক্ত লাল শাড়িতে
অসংখ্য ভক্তের কোলাহলে, তুমি
থাকো প্রতিমারূপে

কেন ডাকো তবে, আমায়
আত্মহারার মিছিলে

হৃদয়ের ইশারাতে
সময়ের নিয়ম ভুলে, আমি তখনো
ফিরে যাই, শুন্যতায় ভর করে

মার্চ ২৮, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

৫৭৯
লাশ কাটা ঘরে লাশ থাকে
ডোমের অপেক্ষায়

আমার ঘরেও লাশ থাকে
আমার অপেক্ষায়

পৃথিবীর সব ভূগোলজুড়ে মৃত্যু থাকে
শুধু আমার ঘরে থাকে না

এখানে জীবিত লাশ,
মৃত্যুর অপেক্ষা করে

মার্চ ২৮, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৫৮০
তারপর একদিন
সব মানুষেরা বৃক্ষ হয়ে যাবে
আমার মতো

ভালোবাসাহীন ভালোবাসার কাছে
পরাজিত হয়ে
স্থির হবে, ফিরে যাবে নীড়ে

আমি একটু আগেই পৌঁছে গেছি

মার্চ ২৮, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা