৫৫৬
আমার কপালের ডানপাশে
সাইনোসিসের ব্যথা
তুমি ছুয়ে দিলে, ব্যাথাটা কমে যেতো

অথচ একবারও ছুয়ে দিলে না

দিনের পর দিন অপেক্ষা করেছি
প্রতিক্ষায় থেকেছি

বলা হয়নি, প্রত্যাশা থামেনি

এখন, প্রত্যাশা, অপেক্ষা কোনটাই নেই
সাইনোসিস এর ব্যথাটা এখনো আছে

মার্চ ২২, ২০২৩ রাত ৮টা
লঞ্চ কেবিন, চরমন্তাজ থেকে ঢাকা যাত্রা পথে

৫৫৭
ওখানেই থেমে থাকো
আরো একটু এগোতে চাইলে
অনেক বেশি নতজানু হতে হবে
পারবে?

ভালোলাগাটুকু সম্বল করেই
বেঁচে থাকো
আরো একটু এগোতে চাইলে
কষ্ট পেতে হবে, অবজ্ঞা সইতে হবে,
পারবে তো ?

অথবা
পুরোটাই থেমে যাও, স্থির থাকো
ক্ষমা চেয়ে নাও

প্রশান্তি পেতেও পারো, সম্ভাবনা অনেক বেশি

মার্চ ২২, ২০২৩ রাত ৮টা
লঞ্চ কেবিন, চরমন্তাজ থেকে ঢাকা যাত্রা পথে

৫৫৮
মুহুর্তেই মিথ্যে হয়ে যাক
আমার নিকট অতীত
অথচ খুব করে চাই, বেঁচে থাকুক সুদূর অতীত
অতীতের বিভাজন হয়? জানি না
তবে, বর্তমানও বিভাজিত হউক
ভবিষ্যত বিভাজিত হলে আরো ভালো হয়

আমি
একটি বিভাজিত জীবনের অপেক্ষায় থাকি
অনুপাত সমান সমান থাকুক, আপত্তি নেই

তবুও আমার দহনের মাত্রা একটু কমুক

মার্চ ২২, ২০২৩ রাত ৮টা
লঞ্চ কেবিন, চরমন্তাজ থেকে ঢাকা যাত্রা পথে

৫৫৯
মানব জীবনের বিন্দুতে বিন্দুতে
নানা রঙের সমাহার
তাৎপর্য আর তাৎপর্য
বিমোহিত হই, হতাশ হয়ে পড়ি মাঝে মাঝেই

যতোক্ষন ডাক আসেনি
এভাবেই চলুক
জীবনকে ঘৃনা করে বেঁচে থাকার কোন মানে নেই
ঘৃনাহীন অপ্রাপ্তিতে
কিছুতো থাকে

ততোটুকুই আমার বরাদ্দ জীবন

মার্চ ২২, ২০২৩ রাত ৮টা
লঞ্চ কেবিন, চরমন্তাজ থেকে ঢাকা যাত্রা পথে

৫৬০
হঠাৎ হঠাৎ
আত্মাকে দিখন্ডিত করে বিষাদ
তবুও বিচলিত থাকি না

একটি মুখোচ্ছবি
ঝাপসা আলোয় ভেসে থাকে

আমি দিন উদযাপন করি
মুখোচ্ছবির সাথে

কথা ছিল
ছবিটা প্রান পাবে, জীবন্ত হবে
হয়নি

আমার বিষাদ আছে, আফসোস নেই

মার্চ ২৩, ২০২৩ ভো ৬টা
মিরপুর, ঢাকা

৫৬১
আমার ভেতর
এখন আর নির্মান হয় না
শুধু বিনির্মান চলে, ক্ষনে ক্ষনে

অভিজ্ঞতার ইট সুরকি সিমেন্টে
বিনির্মান মেনে নিই অকপটে
ক্ষয়িষ্ণু জীবনের ছন্দপতনে

প্রতারক জীবনের সাথে
আমি যুদ্ধে যেতে চাই না
শক্তি এবং সামর্থ্য দুটোই আছে
অথচ, আগ্রহ হারিয়ে ফেলেছি

মার্চ ২৩, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৫৬২
শূন্যতার দেহ বেশ পবিত্র
ছুয়ে দেয়ার অভিযোগ থাকে না
কল্পনার শক্তি অতদুর হাটতে পারে না
আকাঙ্ক্ষারা ডানা মেলে উড়তেও চায় না

জমাট রক্তের মতোই স্থির

পিয়ানোবাদকের একটু সুর
ঘ্রান ছড়ায় চারপাশ
শূন্যতার দেহ শুষে নেয় নিমিষে

সবার জীবনে অর্জিত শূন্যতা থেকে না
আমার আছে

মার্চ ২৩, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৫৬৩
মন যন্ত্রের অসাধারন দক্ষতা
আমায় মুগ্ধ করে!!
ভয়াবহ যন্ত্রনা আগলে রাখে নীরবে
দহনের ক্ষত সারিয়ে তোলে, পরম সেবায়

অথচ
দেহ অপেক্ষা মনকেই অভিযুক্ত করি বেশি
খুব অন্যায্য আচরন!!

আমি, তুমি, আমরা
ক্রমাগতই মনযন্ত্রকে আক্রান্ত করে, অপমান করি, অভিযুক্ত করি

জীবন কাঠামোয়
দেহ অপেক্ষা মনের অবদান বেশি

মার্চ ২৩, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৫৬৪
যতো সহজে
চিনে ফেলা যায় অন্যকে
ততোটা সহজ হয় না নিজেকে

যতোটা যুদ্ধে জেতা যায়
অন্যের সাথে
ততোটাই কঠিন নিজের সাথে

আমাদের মনভাবনা
উলটো রথে চলে, ঘোড়ার আগে গাড়ি যেমনটা

মার্চ ২৩, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৫৬৫
বানরের খেলা দেখতে
চারপাশে গোল হয়ে ভীড় জমায় মানুষ

অথচ, বানরই মানুষের খেলা দেখে
মানুষ তা জানতেও পারে না
নির্বোধ মানুষ, আর কবে বুঝবে!!!

জয়ী হওয়া মানুষগুলোও
পরাজিত থাকে
কথন, কোথায়, কিভাবে
শুধু সেটা জানে না, আত্মতৃপ্তিতে ঘুমায়

মার্চ ২৩, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা