৫৪৬
উত্তাপ ছড়িয়ে কেনইবা আড়াল হলে
বিষন্নতা মাড়িয়ে হঠাৎ উকি দিলে

হারানো বিকেলে কেন
খুঁজতে এলে আমায়

অথচ
আমি বিকেলবিহীন
আধারের ঘনবসতি ভালোবেসেছিলাম

মার্চ ২০, ২০২৩ ভোর ৬টা
পটুয়াখালী

৫৪৭।
মানুষ কেবল উত্তাল ভালোবাসার
কাছেই পরাজিত হয়
মানুষ কেবল তার অক্ষমতার
কাছেই শোষিত হয়

মানুষের ছায়াকে ছায়া
দিয়ে রাখে ক্লান্তির পথ
মানুষের বেঁচে থাকাকে বাঁচিয়ে
রাখে, আত্মসমর্পনের শক্তি

মার্চ ২০, ২০২৩ ভোর ৬টা
পটুয়াখালী

৫৪৮
আজকে
বিকেলটা হারিয়ে গেল
অকাল সন্ধ্যা এগিয়ে এলো

কিছু একটা হারালে
অন্য একটা এগিয়ে আসে

শূন্যতা প্রকৃতির পছন্দ হয় না

মার্চ ২০, ২০২৩ অকাল সন্ধ্যা
পটুয়াখালি

৫৪৯
সামনে থাকা
দেয়ালটিকে আমার ঈশ্বর মনে হয়
টপকানো যায় না

যা কিছু টপকানো যায় না
যা কিছু অতিক্রম করা যায় না
সেটাই ঈশ্বর

মানুষের নিজের ভেতরও
একটি দেয়াল আছে
যা, ঈশ্বরের মতোই মহাক্রমশালি,
অতিক্রম করতে পারে না

মার্চ ২০, ২০২৩ রাত ১০টা
পটুয়াখালি

৫৫০
হারানো বিকেলগুলো
খুঁজে ফিরি নিজ আঙ্গিনায়
স্মৃতি চাষাবাদে কিছুটা ফিরে পাই
প্রান পাই না

জীবনের কল্প কবিতায়
সোনাঝরা সুধা অঙ্কিত ছিল
অথচ, সমুদ্রের মতোই জলোচ্ছাসে ভেসে গেছে
অভিলাষী কলতানের মৃত্যুতে

মার্চ ২১, ২০২৩ রাত ১০টা
চর মন্তাজ, পটুয়াখালি

৫৫১
মাঝেই মাঝেই হৃদয় ফেঁপে ওঠে
নীরব অভিমানে
মনের গোপন আলমারীতে থরে থরে
সাজানো থাকে গোপন অভিযোগ

ভুলগুলো জীবনকে মলিন করেছে
ধীরে ধীরে নিঃস্ব করে
অবশেষে, একদিন পরাজিত মন
হারিয়ে গেছে বৈশ্বিক কোলাহলে

মার্চ ২১, ২০২৩ রাত ১০টা
চর মন্তাজ, পটুয়াখালি

৫৫২
পৃথিবীর সবটুকু ভূগোল জুড়ে
শুধুই মৃত্যু সংবাদ
মাত্র কিছু অংশে থাকে সুখের আহ্লাদ

কোন কিছুই সমান অনুপাতে হয় না
সুখ-দুখ, আনন্দ-বিষাদ কিংবা
নারী-পুরুষের অধিকার

অনুপাত  নিয়ে চিন্তিত মানুষ
বোঝে না,
শ্রদ্ধাবোধ আর সম্মানের সংস্কৃতিতে অনুপাত লাগে না

মার্চ ২১, ২০২৩ রাত ১০টা
চর মন্তাজ, পটুয়াখালি

৫৫৩
অন্ধকারেও নিরাপত্তা থাকে

উজ্জ্বল আলোয় যে অমানবিক কাজ হয়
অন্ধাকারে তা করা যায় না

সময়ের প্রান্তসীমায়ও মানবিকতা থাকে

যৌবনের উদ্দ্যোমতায় যা করা হয় না
পড়ন্ত বেলায় তা করা যায় অবলীলায়

মার্চ ২২, ২০২৩ রাত ৮টা
লঞ্চ কেবিন, চরমন্তাজ থেকে ঢাকা যাত্রা পথে

৫৫৪
ঈঙ্গিতে সরে আসি
পেছনে
নির্জন কম্পনে
মঙ্গল শিখা জ্বালিয়ে রাখি নীরবে

পরিতাপে, প্রতিবেশে
আত্মার বিশুদ্ধ উত্থানে মনোযোগী হয়ে পড়ি

ক্রমান্বয়ে হেটে যেতে থাকি
অগ্নি ফুলকির ওপারে
পরিশ্রান্ত দেহে, ভগ্ন মনোরথে চড়ে

মার্চ ২২, ২০২৩ রাত ৮টা
লঞ্চ কেবিন, চরমন্তাজ থেকে ঢাকা যাত্রা পথে

৫৫৫
প্রতিদিন ঘুম থেকে উঠে
দেখে নিই
অপচয় দিয়ে সাজানো আমার জীবন
আমার শরীর
আমার সময়

এই গ্রহে এসেছি অনেক বছর হলো
অথচ এর কোন মানে নেই

আমার ফুটপ্রিন্ট
একটি অপচয়ের চিন্থ
অথচ, এই গ্রহ এখনো আমাকে সহ্য করছে
আমি কৃতজ্ঞ

মার্চ ২২, ২০২৩ রাত ৮টা
লঞ্চ কেবিন, চরমন্তাজ থেকে ঢাকা যাত্রা পথে