অনু কাব্য সমগ্র
৫৪১
মানুষের "হয়ে ওঠা"টুকু খুবই অল্প,
মাপা যায়
"না হয়ে ওঠা"টুকু, বিশাল, অনন্ত, অফুরন্ত
অথচ
অল্পটুকু নিয়েই গর্ব, আত্মতৃপ্তি, অহংকার কিংবা হতাশা, দুর্দশা
ভাবনায় 'বিশালতা' টুকুর জায়গা দিলে
অল্পটুকু না হলেও চলে
মার্চ ১৩, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
৫৪২
কেউ কেউ বিস্ময় নিয়ে বসে থাকে
জীবনের কাছে হাজারো প্রশ্ন
কেউবা উপভোগের সময় কম বলে
হাপিত্যেসে ব্যস্ত
সারাক্ষন লেপ্টে থাকা ছায়াও
একদিন মিশে যাবে মাটিতে
জড়িয়ে থাকার অহংকার চূর্ণ হবে
জীবনের সাথে বিচ্ছেদ হবে চিরতরে
বেঁচে থাকার জ্বালানি বিসর্জনে, আমি হয়ে যাবো ভীষন একা
মার্চ ১৩, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৫৪৩
মগজটা ভিখেরী হয়ে গেছে
এর থেকে, ওর থেকে
কথা ধার করতে হয়
ডিপ্রেসন হলে, মোটিভেশন দেয়ার জন্য নাকি এগুলো দরকার
মানুষের অর্থনৈতিক দৈন্যতা, এবং
মগজের দৈন্যতা
একই সময়ে তৈরী হয় না কেন?
আমি এখন মগজের দৈন্যতায় আছি ভীষন
মার্চ ১৩, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৫৪৪
একটু একটু করে গড়ে ওঠা সখ্যতাগুলো;
বাঁধা পড়া সখ্যতাগুলো
সময়ের সাথে উড়ে যায়
অথচ, আমি চাই না, চাইনি
উপেক্ষার পাহাড়্গুলো বড্ড উচু হয়ে গেছে
পাহাড় ডিঙাতে, আর পারি না
আস্থাহীনতার বপন করা বীজে
গাছগুলো অনেক বড় হয়েছে
এপার থেকে ওপার দেখা যায় না
নিরুপায়তার কাছে ইচ্ছেগুলো পরাজিত হয়েছে।
মার্চ ১৩, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৫৪৫
পুজিবাদী আগ্রসান, আর
ধর্মীয় অন্ধত্ব
সমানুপাতিক কি হবে?
মানব প্রজন্মের জন্য কোনটা বেশী ভয়ংকর তবে?
নারীবাদের আড়ালে
পুজিবাদ থাকে লুকিয়ে, জেগে থাকা ঘুমে
অন্ধ ধর্ম জীবিত থাকে
পুরুষতন্ত্রের আধিপত্যের ওমে
হিসেবটা এখন নয় কেন?
মোকাবেলার ভিন্ন ভিন্ন কৌশল মনে থাকে যেন।
মার্চ ১৩, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা