অন্য কাব্য সমগ্র

৮১
রাতের নীরবতাকে ছুটি দিয়ে
মধ্যরাতে ঘুম ভাংগে;
প্রেমহীন মনে নিয়ে, ওরা
আদিম বাসনা চরিতার্থ করে।

মানব জন্মে দাসত্বের ইতিহাস
ক্ষুধার দাসত্ব;
সম্পর্কের দাসত্ব, সর্বোপরি
যৌনতার দাসত্ব!!

নভেম্বর ১৪, ২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮২
মৃত্যু অপেক্ষারত যাত্রী
সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ
জীবন এত দীর্ঘ কেন!!

জীবন উল্লাসে মত্ত মানুষের
অভিযোগ
জীবন এত ছোট কেন!!

ঈশবর উত্তর দেনঃ
আমি যা জানি
তোমরা তা জানো না!!

নভেম্বর ১৪, ২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮৩
ফলতার জন্ম প্রক্রিয়ায়
পৃথিবী হয়ে উঠেছে প্রেমহীন;
পরাজিত সময়ের হাত ধরে
হিংস্র রয়েল বেংগলের; নরমাংসে
ভীষন অরুচি।

নুতন এক পৃথিবীর যাত্রা
শুরু হবে, নিশ্চই
ঈশবরের পরিকল্পনা জানা নেই!

নভেম্বর ১৪, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৮৪
এখানে
দরোজায় লেখা নেই
"জুতা খুলে ভেতরে আসুন";
গেটে লেখা নেই
গাড়ি বাইরে পার্ক করুন;

এখানে
"কোন ড্রেস কোড নেই";
স্টিকারে ঝুলানো নেই
" খাবার অর্ডারের আগে পে করুন"।

ঈশবরের সৃষ্টিতে কোন ভুল ছিল না

নভেম্বর ১২, ২০২২, রাত ১০টা
স্ট্রিট টি স্টল, মিরপুর

৮৫
বেশ কিছু ঘটনা
আমাকে নানাভাবে আচড় কাটলো
ভেংগে পড়লাম;
ক্ষত বিক্ষত হলাম;
অথচ, আমি বেচে রইলাম!!!

আরো কিছু ঘটনার জন্য অপেক্ষায় থাকলাম।

নভেম্বর ১৫, ২০২২, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৮৬
ধর্ম অবিশবাসী এবং
নারীবাদী নারীও
কাবিন এর টাকা নিঃসংকোচে গ্রহন করে, দাবী করে;

মৃত্যুর পর
কট্টর নাস্তিকেরও জানাজা হয়
কবরে শায়িত হয়
ধর্মীয় রীতিতে;

মানুষ কি চায়, স্পষ্ট জানে না নিজেও!!!

নভেম্বর ১৬, ২০২২ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৮৭
স্থির জলছবির মত
অতীতের শীতল স্মৃতিগুলো
ভেসে বেড়ায়
স্মৃতির গভীরে, আরো গভীরে!!

দূরে কোথাও টুংটাং শব্দ বাজে;
নিদ্রালু প্রার্থনা ঘর
অস্পষ্ট শব্দে ডাকে;
ঘুম থেকে জেগে উঠি, কাক ডাকা ভোরে।

নভেম্বর ১৬, ২০২২, বিকেল ৪টা
ইব্রাহীমপুর, ঢাকা

৮৮
ভুল করে
পাপ হলে, ক্ষমা আছে হয়তো;
ভুল করে ভালোবেসে নিলে
পরিত্রান নেই, মনে হয় তাইতো।

ভালোবাসাহীন পৃথিবীর সৌন্দর্য্য
ইচ্ছে করেই
লুকিয়ে রেখেছেন ঈশবর;
ভালোবাসার ফাদে ফেলে মানুষকে শাসন করা সহজ।

নভেম্বর ১৫, ২০২২, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৮৯
আলোর দেয়ালে
ভোরের পরিচ্ছন্ন আলপনা;
নুতন দিনের পরিকল্পিত সূচনা
ভেতরে নীরবতা
ভুলের আর্তনাদে নিঃশব্দ মূর্ছনা।

ইথারে ভাসে অর্থহীন
কথার প্রবাহ;
ঘুমক্লান্ত চোখে, তখনো
স্বপ্নের  বিড়বিড় সংলাপ;
সবই অর্থহীন, এবং অর্থহীন।

নভেম্বর ১০, ২০২২ সন্ধ্যে ৭টা
যশোর এয়ারপোর্ট

৯০
দিন মাস বছরের আবর্তে
অকৃত্তিম সত্য আসে নীরবে;
হৃদয়ের অতলান্ত অরণ্য
তখনো, ইথারে ভাসে।

প্রিয়ার চোখ দূরে সরে যায়
পোষ্টমাষ্টারের বিমূর্ত অসহায় ছবি;
কবিতায় বুদবুদ ওঠে
নীরবে ডায়েরিতে কথা লিখেন
একজন স্বভাব কবি।

নভেম্বর ১৬, ২০২২, সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা