অনু কাব্য সমগ্র

৫০৬
বাবা মা এর গায়ের সুগন্ধ !!
পৃথিবীর আর কেউ
এমন সুগন্ধী আবিস্কার করতে পারলো না কেন?

জ্ঞানের সীমাবদ্ধতা
এখনো অস্বীকার করবে তবে?

মার্চ ২, ২০২৩ রাত সকাল ১০টা
মিরপুর, ঢাকা

৫০৭
পছন্দ, মোহ, আর ভালোবাসা
হায়রে, মুর্খ্য মানবজাতি
এখনো আলাদা করতে শিখলো না!!

শুধু শুধুই দহনে পুড়তে শিখলো!!

ভালোবাসার কোন অস্তিত্ব আছে কি না
তাও প্রশ্ন করে না আজও

কাল্পনিক এক অস্তিত্বকে ঘিরে
কৃত্তিমতায় ভরা অনলে পুড়ে মরে

মার্চ ২, ২০২৩ রাত সকাল ১০টা
মিরপুর, ঢাকা

৫০৮
ঘ্রানে ঘ্রানে আমি বন্ধ চোখে জেগে উঠি
জীবনের একটি ঘ্রান আছ
আমি তা উদযাপন করতে চেয়েছি প্রতিনিয়ত

মানুষের নির্দয়তা আর ক্রোধের স্পর্শে
জীবনের ঘ্রান উড়ে যায়
সীমাহীন অতৃপ্ত হৃদয়ের আকাশে

মার্চ ২, ২০২৩ রাত ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৫০৯
আমার মগজে আছে
তীক্ষ্ণ কিছু সীমাবদ্ধতা
স্মৃতি ভরা দেলালিকা
আর কিছু, বিবর্ণ স্বপ্নের প্রতিকল্প

নিস্তব্ধ নিথর বসে থাকি
ভাবনাগুলোর সাথে আদর মেখে’
ওপারের নীল শূন্যতায় যতদূর চোখ যায়
আমার সাথে আমিই থাকি, সেথায়

মার্চ ২, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৫১০
যতবার তুমি
অবজ্ঞা আর অবহেলার সুরে বিদ্রুপ করো
ততোবারই একটি একটি শূন্য যোগ হয়
এখন তা শূন্যতায় রূপ নিয়েছে

আমি ফিরে যাচ্ছি
শূন্যতার আশ্রয়ে এবং নিরাপদে
তবুও, ডাক দিও
যদি তুমি থাকো কখনো, আপদ কিংবা বিপদে

ফ্রব্রুয়ারী ২৮, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা