অনু কাব্য সমগ্র

৪৭১
বাজারে বিকেল হবার আগেই
বিক্রি হয়ে গেল সব মিথ্যে, সব অবিশ্বাস

আমি এক পাগল,
সন্ধ্যে অবধি বসে আছি
একটি সত্য এবং বিশ্বাস নিয়ে

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪৭২
অনুভবের উপর দাঁড়িয়ে
বোধকে খুঁজি
হঠাৎ একদিন পাল্টে যায় সব

পাল্টে যাওয়া সময়ে
নিজেকে আর খুঁজে পাই না;
হয়ে যাই অন্য কোন গ্রহের বাসিন্দা
আগুন্তক!!

যদিও পৃথিবী নামক গ্রহেই প্রতিনিয়ত বসবাস

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪৭৩
বিদ্রোহি মন
অনাচার, অত্যাচারে বিল্পবী হয়ে ওঠে
আবার
বিরহে ভেঙ্গে খান খান হয়ে যায়

কারণে, অকারণেও হাসে
যে কারনে বেঁচে থাকে

বেঁচে থাকা, সত্যিকার অর্থে বাঁচা হয়ে ওঠে না আর

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪৭৪
অন্নের অভাব, আর
রসের অভাব কিংবা রোমান্টিকতার অভাব
দুটো একসাথে মেটানো হয়ে উঠলো না আর
বিষাদময় অন্ধকারকে
তুড়ি দিয়ে উড়িয়ে দেয়ার চেষ্টা করতে করতেই
সময়ের অপচয় হয়ে গেল বেশ

এখন বড্ড বেশি সময়ের অভাব!!

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৪৭৫
একই বীণায় কত তার সুর
কত বিচিত্র তার তান,
লয় ,ঝঙ্কার

জীবন নিয়ে তবে আর এতো ভয় কেন?

বীণার মতোই থাকুক
একটা জীবন

একটাই তো জীবন, ক্যালকুলেটর বানানোর দরকার কি?

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৪৭৬
আমরা গণমানুষের কথা বলি
হা পিত্যেষ করি
সমবন্টন, সমঅধিকারের কথা বলি

অথচ
ঈশ্বরের দেয়া সম্পদেও হাত বাড়াই নিঃসঙ্কোচে;
চাঁদ, সূর্য্য, আলো, বাতাস
প্রকৃতি, আকাশ,
কৌশলী ফাঁদ দিয়ে সব রাখি নিজ পকেটে

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৪৭৭
হাড়ের খাদে খাদে
জমা আছে বাক্যহীন কিছু শব্দ;
শব্দের জাল ছাড়া ভালোবাসা হয় না
অথচ আমি জাল বুনতে পারি না।

ফাঁকা নিঃশ্বাসের তাপে
হৃদয় পোড়ে;
সর্বহারা শূন্যতায়
পুরো জীবনের কাঠামো খান খান করে ছিড়ে।

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৪৭৮
প্রতিবার শূন্যহাতে ফিরে আসি
তবুও আমার ধ্যানভঙ্গ হয় না;
মুগ্ধতার ক্যানভাসে
ছবি আকার ইচ্ছে শেষ হয় না

একদিন আকস্মিক দেখতে পেলাম
নিজের ভেতর ক্ষয় বাসা বেঁধেছে;
ক্যানভাস রক্ষা আর ক্ষয় প্রতিরোধ
দুটোই আমাকে অস্থির করে রেখেছে।

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা

৪৭৯
চারদিকে নিস্তব্ধতা
শরীর সঙ্গ দিচ্ছে ভাবনার সাথে;
মন ধ্যানমগ্নে
অতীতের কোন এক পানশালায় কিংবা নৌভ্রমনে

আমি তখন একা থাকি
নিজের সাথে বিচ্ছিন্ন হয়ে সাঁতার কাটি
দহন সাগরে;
কোন কূল কিনারা খুঁজে পাই না

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা

৪৮০
কেউ কেউ ভীষন চতুর
অন্যকে শারীরিক কিংবা অর্থনৈতিক
আঘাতে পিষ্ট করতে চান না

কথার আঘাত
সবচেয়ে বেশি কঠিন, সহজে হজম হয় না
হিসেব রাখেন
প্রতিটি কথার আঘাত যেন অর্থপুর্ণ হয়ে ওঠে।

আঘাতেরও পূর্ণতা চাই
আঘাত পেয়ে, ভেঙ্গে খান খান হয়ে যাক
নয়তো, আর আঘাত দেয়া কেন?

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা