অনু কাব্য সমগ্র

৭১
সব সময় ভালো “না থাকতে”
ভালো লাগে না;
মাঝে মাঝে খুব ইচ্ছে করে
একটু “ভালো থাকতে”

আজ তোমার সাথে দেখে হবে
এক সাথে কফি খাবো;
আড্ডা দেবো
অনেকদিন পর আজ “ভালো থাকা” হবে আমার।

নভেম্বর ১৩, ২০২২ সকাল ৮টা
মিরপুর, ঢাকা

৭২
আমার সব অর্জন
ম্লান হয়ে যায়, তোমার;
মুঠোফোনের কাছে, তোমার
একটি মাত্র ফেসবুক স্ট্যাটাসের কাছে।

সত্যি করে বলছি
অসাধারন সব যাদুকরি কথা!
কি এক সম্মোহনী ক্ষমতা তোমার!
আমার আর কিছুই লিখতে ইচ্ছে করে না।

আমি চুপচাপ বসে থাকি
ধ্যান মগন্তায় থাকি;
তোমার উচ্চতার মাপে
নিজেকে ছোট দেখি, তাই দুরেই থাকি।

নভেম্বর ১৩, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৭৩
ভালো না থাকার অর্থ কি
“মন্দ থাকা”?
তা নাও  হতে পারে
ভালো থাকা, ভালো না থাকা কিংবা
মন্দ থাকা, আলাদা আলাদা অস্তিত্ব, আলাদা অনুভূতি।

সুখে থাকা, কষ্টে থাকা
বিষাদে থাকা, আনন্দে থাকা, উল্লাসে থাকা
এবং দহনে পোড়া
সবটাই একেকটা অনুভূতির অবস্থান
মানুষের নিজের কারনে ঘটে না
নিজেও ঘটায় না ।

নভেম্বর ১৩, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৭৪
সবাই যখন ভোরের আলোয়
উদ্দীপ্ত হয়ে ওঠে;
সকালের সূর্য্যের তাপে নুতনের সূচনা করে
আমি তখন রাতের অপেক্ষা করি।

রাতের গভীরতায় আমি
ধ্যানমগ্ন থাকি;
সৃষ্টিকর্তার কাছে একটি মাত্র প্রশ্ন রাখি
কারো কারো জীবনে এতো কষ্ট কেন?

নভেম্বর ১৩, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৭৫
তোমাকে ভালো লাগে বলে
যতোটা কাছে আসতে চাই;
ততোটাই দূরে থাকি
তোমার তীর্যক বাক্যবানে।

একজন মানুষ
কি করে সমভাবে, সমানুপাতে
আকর্ষন এবং বিকর্ষন করতে পারে!
প্রকৃতির এক আজব রহস্য!!!

নভেম্বর ১৩, ২০২২, দুপুর দেড়টা
বসুন্ধারা, ঢাকা

৭৬
সাধারন মানুষ
অভিমান পুষতে ভালোবাসে;
যুগের পর যুগ অভিমানগুলো খুব যত্নে পুষে রাখতে পারে;
অসাধারন মানুষ'রা পারে না

আমি সাধারন মানুষ
একটি অভিমান তিন যুগ ধরে
পুষে রেখেছি
অন্যটির বয়স এক যুগ;
শেষ অভিমানটির বয়স, এক মাস।

আমি অভিমান বহন
করতে করতে ক্লান্ত;
বড্ড বেশি ক্লান্ত

নভেম্বর ১৩, ২০২২ দুপুর ১২টা
ইবনে সিনা হাসপাতাল, কল্যানপুর

৭৭
কিছু কথা
কানে না নিয়ে, মনে
নেয়াই উত্তম;
আবার কিছু কথা মন
অপেক্ষা কানই ভালো।

মানুষের ক্ষেত্রেও তাই
চোখের দেখাই যথেষ্ট;
ওখানে শেষ করাই ভালো।
মনের জায়গায় প্রবেশাধিকার ভয়াবহ বিপদ।

নভেম্বর ১৩, ২০২২, ভোর ৫টা
মিরপুর, ঢাকা

৭৮
আমার “ভালা না থাকার”
অধিকার আছে;
“ভালো থাকার”ও অধিকার আছে
দুটোই একঘেয়েমী ব্যাপার।

মাঝামাঝি কিছু একটা ব্যাপার
থাকলে, আরো ভালো হত;
জীবন আরো বৈচিত্র্যময় হতো
দুটোর সংমিশ্রনে জীবন কেমন হতো?

নভেম্বর ১৩, ২০২২, ভোর ৫টা
মিরপুর, ঢাকা

৭৯
খোলা আকাশের নীচে
একা থাকা যায়;
সমুদ্রের ধারে, পাহাড়ের চূড়ায়
সেখানেও একা থাকা যায়;
কোন সমস্যাই হয় না।

নিজ ঘরে, নিজ বাড়িতে
একা থাকা খুব কষ্টকর;
তারচেয়েও বেশি কষ্টকর
সবার মাঝে একা থাকা।

মৃত্যুর পর
তিন ফুট বাই তিন ফুট ঘরে
পৃথিবীর কোলাহলে
হাজারো মানুষের আড়ালে
একাই থাকতে হবে চোখের জলে!!!

নভেম্বর ১৩, ২০২২, রাত ৯টা
মিরপুর, ঢাকা

৮০
আমার কেবলই মনে হয়
শ্রেনী বিন্যস্ত মানুষের অভিনয়কে ঘিরে;
একটি আন্তর্জাতিক পুরস্কার
থাকা দরকার।

মধ্যবিত্তের কর্তা
অহর্নিশ অভিনয় করে যাচ্ছে
ভদ্রতার মুখোশ পরে;
অভাবহীনতার খোলসে থেকে।

হতভাগ্য মধ্যবিত্তের
অন্তত একটা পুরস্কার তো পাওয়া উচিত।

নভেম্বর ১৩,২০২২ রাত ৯টা
মিরপুর, ঢাকা