অনু কাব্য সমগ্র

৪৬৬
জীবিত জীবনের সাথে
সখ্যতা ছিল না আমার
চেষ্টার কমতি করিনি

মৃত জীবনের সাথে
নিরুদ্বেগে ঘুমোতে পারি এখন

জীবিত আমার সাথে
মৃত জীবনের পারস্পরিক বন্ধুত্ব

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪৬৭
নতমুখে জগতের শেষ প্রান্তে
যাত্রা শুরু করেছি

অনুমান করতে পারছি না
গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি কি না

গন্তব্যের চিত্রকল্প মানুষ
আগেই একে রাখে

অঙ্কিত চিত্রকল্পে শুধু
আমার অবস্থানটুকু জানা নেই

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪৬৮
আমার কোন সুখবর চাই না

কাকে শোনাবো?

সুখবর প্রাপ্তিও সুখকে ম্লান করে দিতে পারে!!

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৪৬৯
আপন মানুষকে
‘আপন’ হবার অনুভূতি দিতে পারিনি

কাছের মানুষকে
‘কাছে থাকার’ অনুভূতি দিতে পারিনি

পরিচিত মানুষকে
‘পরিচিত” হবার অনুভূতি দিতে পারিনি

অনেক বেশি দেরী হয়ে গেছে
এখন আমি প্রান্তসীমার কাছে।

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৪৭০
সমুদ্র দুটি পাশাপাশি
অথচ মিশে যেতে পারে না
অদৃশ্য এক আড়াল!!

আমি আর আমার জীবন
এক সাথেই চলা
অথচ, অদৃশ্য এক আড়াল!!

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, সকাল ৭টা
মিরপুর, ঢাকা