অনু কাব্য সমগ্র

৪৬১
দীর্ঘ শ্বাসে ফোলানো বেলুন
সাজানো সংসার
এখানে জীবন আছে, প্রকৃতি আছে
বহমান নদী আছে

ব্যস্ত মানুষ,
উপরে ওঠার সিড়ি বেয়ে  দিগন্তে পৌঁছাতে চায়
কোলাহল শেষে ঘুমন্ত নগরী

লাশবাহী এম্বুলেন্স
দাঁড়িয়ে আছে কবরস্থানের পাশে

দীর্ঘ শ্বাসে ফোলানো বেলুন নিয়ে আমি অপেক্ষা করি

ফেব্রুয়ারি ২২, ২০২৩, সকাল ১১টা
সিকিউআর অফিস, মিরপুর-১৪, ঢাকা

৪৬২
অন্য সবার মতো
তুমিও একই ভুল করলে?

নর- নারীর মধ্যে
প্রেম হয়ে যায়, সবাই জানে
আমিও জানি

আমিও তোমার প্রেমে পড়েছি
এটা সত্যিই

তোমার মগজ
কথা বলার স্টাইল!
আমাকে মুগ্ধতায় ভরে রাখে

আমি তোমার কথার প্রেমে পড়েছি
গতানুগতিক প্রেমকে দূরে রেখেছি

ফেব্রুয়ারি ২২, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা

৪৬৩
তোর কাছাকাছিই থাকি
যে কোন সময় দেখা হতে পারে
মুহূর্তের ব্যবধান মাত্র!!

আমি তোর অপেক্ষাতেই আছি
একটি অপেক্ষা
আমায় ভীষন কষ্ট দিচ্ছে

তোর কাছেই আমার মুক্তি
তোর কোলেই আমার শান্তি

মৃত্যুর মতো এতো স্নিগ্ধ পরশ আর কোথায় পাবো?

ফেব্রুয়ারি ২২, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা

৪৬৪
‘ভুলে যাওয়া' এবং 'বদলে যাওয়া"

কারো জন্য দুটোই খুব কঠিন কাজ

কেউ আবার খুব দ্রুতই আয়ত্ত করতে পারে।

প্রশ্নটা কেন, কেউ পারে,
কেউ পারে না?

সময়ের কাছে, সব উত্তর জমা থাকে

ফেব্রুয়ারি ২২, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা

৪৬৫
জন্মগত লেখকদের জীবন অনেক সুন্দর হয়,
কবিদের আরো সুন্দর।
তারা প্রত্যাশাহীন জীবনের
মধ্যেই জন্ম নিয়ে থাকে।
প্রত্যাশাহীন থাকতে পারা একটি কঠিন কাজ।

তারা জীবনকে হাসি তামাসায় অতিক্রম করে,
সব সময়ই জীবনকে
পদতলে রাখতে পারে।
জীবন তাদের কাছে পরাজিত হয়।
তাদের পরাজিত করা মানুষেরও সাধ্যের অতীত।

কিন্তু, ইচ্ছের বহিঃপ্রকাশ হিসেবে
কিংবা শখের বশে যারা লিখতে শুরু করেন,
চেষ্টা করেন,
কবিতা কিংবা উপন্যাস তাদের জীবন দুর্বিষহ করে তোলে।
তারা নিজের এবং চারপাশের মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।

ফেব্রুয়ারি ২২, ২০২৩, সকাল ১১টা
সিকিউআর অফিস, মিরপুর-১৪, ঢাকা