অনু কাব্য সমগ্র

৪৫১
প্রত্যেকের জীবনের ভাজে ভাজে
কিছু অভিমান জমা থাকে;
গুমরে ওঠা কান্নার নোনা জলে তা ভাসে
কখনো বা তা হঠাৎ বৃষ্টিতে হাসে।

বহমান নদীতে জোয়ার ভাটা
প্রকৃতির নিয়ম থাকে;
জীবনের আনন্দ বেদনা নানা বাঁকে
উদযাপনের নিমিত্তের রাখতে হয় এঁকে।

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টিল, মিরপুর-১, ঢাকা

৪৫২
দূরত্ব রেখা মেনে নিয়ে
আমি আর আমার জীবন
ঘুরে বেড়াই, কখনো একসাথেই থাকি
আবার অভিমানে দূরে চলে যাই।

নারী এবং ঈশ্বরের সাথে অভিমান চলে না
ভীষন একগুয়ে;
নতি স্বীকার তাদের ভীষন পছন্দের বিষয়।
জীবন এবং নতি স্বীকার পরস্পর সম্পর্কযুক্ত।

সিদ্ধান্ত যার যার, তার তার!!

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টিল, মিরপুর-১, ঢাকা

৪৫৩
একটি পরিকল্পিত প্রত্যাখানের কাছে
ছিন্নভিন্ন হয়েছে
আমার মুগ্ধতার ক্যানভাস;
এখন আর আমি রঙতুলি হাতে নিই না।

ঈশ্বর আর নারীদের হাতে
চিত্রশিল্পের ক্যানভাস মজুত থাকুক!!

সমগ্র মানবজাতি অপেক্ষা করুক, একটি নুতন দিনের

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টিল, মিরপুর-১, ঢাকা

৪৫৪
বাতাসের নীরবতায় দোলখায়
মানুষের বিবেক এবং বিশ্বাস;
ভোরের মুক্ত আকাশ থেকে
আমি নিয়ে নিই মুক্তির নিঃশ্বাস।

ঈসা (আঃ) এর আগমন দ্রুত হওয়া দরকার
পৃথিবী মৃত প্রান্তে পৌঁছে গেছে
বাঁচানো দরকার।

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, রাত ১০টা
মিরপুর-১, ঢাকা

৪৫৫
আকাশের শরীর খোলা
এখনে নগ্নতা থাকে না;
চিত্রশিল্পীর ক্যানভাস জুড়ে আতর ঘ্রান ছড়িয়ে থাকে।

মগজ থেকে চুইয়ে পড়া নগ্নতা
শরীর অবধি পৌঁছে যায়,
ঈশ্বরের বিস্ময়ভরা ভাষ্কর্যে কলংকের পড়ে।

মানুষ আর করে সভ্য হবে!!!

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, রাত ১০টা
মিরপুর-১, ঢাকা

৪৫৬
ওখানে আজ কেবলই
ক্লান্ত দুপুর, আর
নির্জনতা
অথচ, এক সময় কোলাহল ছিল

সময়ের চেয়ে ধ্বংসাত্মক আর কি হতে পারে???

মিসাইল, আনবিক বোমা
হাল আমলের পারমানবিক ক্ষেপনাস্ত্র!!!

এমনকি ভালোবাসার মতো শিরা উপশিরা জয়ী
সমরাস্ত্র!!!!!

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, রাত ১০টা
মিরপুর-১, ঢাকা

৪৫৭
একদিন আমিও
জলে পা ধুয়েছিলাম;
স্বচ্ছ, শীতল, গভীর এবং প্রশান্তির জলে;

কতটুকু নোনা ছিল জল?

জিভের আগায় না উঠালে
জলের সত্যতা কি মেলে?

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, রাত ১০টা
মিরপুর-১, ঢাকা

৪৫৮
দিনের শেষে
আকাশে আর সূর্য্য থাকে না
গাছের পাতায় পাতায় শুধু তার ছায়া থাকে

মায়াবি রাতের ঘুম কেড়ে নেয়
ভোরের এক চিলতে রোদ
চক্রাকার আবর্তনে বিভ্রান্ত পৃথিবী

আমি আর জীবনের
সমান্তরাল রেখার বিভ্রান্তিতে আবাস

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, রাত ১০টা
মিরপুর-১, ঢাকা

৪৫৯
হেরে যাওয়া
মেনে নেয়া কিংবা
মনের বিরুদ্ধে, মানিয়ে নেয়া
এসব, বরাবরই আমার স্বভাব বিরুদ্ধ ছিল

ইদানিং
আমি বদলে গেছি
সব কিছুই মেনে নেই
মানিয়ে চলি
ইচ্ছে করেই হেরে যাই
প্রকৃতির কাছে
মানুষের কাছেও

আমি এখন, নিজের কাছেও প্রতিনিয়ত হেরে যাই

ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ভোর ৬টা
মিরপুর-১, ঢাকা

৪৬০
বিশ্বাস  ভঙ্গ হলে
ছেড়ে দিতে হয়
সবাই ছেড়ে দেয়;

আমি ছেড়ে দিইনি
ছাড়তে পারিনি
আমি তো বিশ্বাস ভঙ্গ করিনি!

ফেব্রুয়ারি ২১, ২০২৩, ভোর ৬টা
মিরপুর-১, ঢাকা