অনু কাব্য সমগ্র
৪৪৮
মাঝে মাঝেই মনে হয়
দিনের মধ্যে আরেকটা দিন
চারদিকে রৌদ্রজ্জোল
কোথাও বা একটু ছায়া
এখানে সেখানে কোলাহল
কোথাও বা পিনপতন নিস্তব্ধতা
সবার দিনের মধ্যেই
আমার কাটে আরেকটা দিন
ফেব্রুয়ারি ১৭, ২০২৩, সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টিল, মিরপুর-১, ঢাকা
৪৪৯
দুই জোড়া যমজ ভাই বোন
একই পৃথিবীতে
অথচ, কারো সাথে কারো দেখা হয় না
এক জোড়া, যমজ ভাই বোন
ব্যস্ততা এবং অভাব
অন্য জোড়া, যমজ ভাই বোন
কৃতজ্ঞতা এবং প্রশান্তি
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৪৫০
স্রষ্টার কাছে সব কিছু চেয়ে নিতে হয়
কিন্তু আমি সবই চাই
একটি ছাড়া
বিব্রতবোধ করি
স্রষ্টাও আমাকে সবই দিয়েছেন
দিয়ে থাকেন
ওই একটি ছাড়া
স্রষ্টা চাওয়ার অপেক্ষা করেন
বিব্রতবোধ এবং অপেক্ষা
সমন্বয় হয় না
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর-১, ঢাকা