৪৪৪
আজ ফিরিয়ে দিচ্ছ
দাও!
তোমার গর্বের দিন,
টিকে থাকবে তো? কতদিন?
অহংকারী সময়,
তোমায় সামলে রাখবে তো? কতটা সময়?
আমি অপেক্ষা করেই
থাকবো, তোমার জন্য;
হাত ধরে বহুদূর হাটবো বলে।
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৪৪৫
মন কি শরীরের প্রতিনিধিত্ব করে? নাকি
শরীর মন কে?
সময় কি জীবনের অংশ? নাকি
জীবন সময়ের অংশ?
প্রশ্নগুলো মাথায় ঝট পেকে যায়
এক ধরনের যন্ত্রনা অনুভব হয়
ভাবনা তাড়িত সময়ে
কেউ একজন আমার পাশেই থাকে
আমি দেখতে পাই না তাকে
অবিশ্বাস্য একটি দিন এভাবেই গড়িয়ে যায়
আমারই অজান্তে
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
৪৪৬
জীবনের এর কোন শক্ত ঘাটি নেই
বাস্তুহারা;
টিকে থাকার জন্য সারাক্ষন ধরনা দেয়
সময়ের কাছে
ভালোবাসার কাছে
নিজের কাছ থাকে
চোরের মত পালিয়ে বেড়ায়
জীবনেরও কিছু চিন্তা আছে
আমারও;
আমরা মাঝে মধ্যে একে অপর থেকে ধার নিই
কিন্তু শেষ রক্ষা হয় না
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
৪৪৭
হিরোসিমা, নাগাসিকা
আনবিক বোমায় বিধ্বস্ত হয়েছিল
টুইন টাওয়ার
সন্ত্রাসী হামলার শিকার
তুরস্ক ভুমিকম্পে
তছনস হয়ে গেছে
ভালোবাসা তারচেয়েও বেশি ভয়ংকর
বীভৎস, তান্ডবলীলা চালাতে পারে
মানুষ ভালোবাসার দুটো পিঠ সম্পর্কে
সম্পুর্ন অবগত নয়
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা