৪৪১
সম্পর্কটাও কারাগার
হতে পারে
সম্পর্ক শব্দের আগে ‘যদি’ বসালে
কারাগারও এক ধরনের
নিশ্চয়তা
সব প্রত্যাশা থেকে মুক্ত থেকে
অন্ধকারে আলোকিত জীবন!!
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৪৪২
ভুলগুলো আমায়
হাত ধরে নিয়ে যার বহুদূর;
চারদিকে উজ্জল রোদ্দুর
অথচ নির্জনতা দেখি, অনেকদূর।
সময়টা হয় মধুর রূপ
অ-সময়টা বিদ্রূপ;
সময়ের জীবন, এবং
জীবনের সময়, পার্থক্য
যোজন যোজন!!
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৪৪৩
কোন কোন মানুষের জীবনে
মৃত্যু আসে যথা নিয়মে;
কেউ কেউ মৃত্যুর জন্য অপেক্ষা করে!!
কোন কোন মানুষের জন্য
শুধু, মৃত্যুই অপেক্ষা করে;
অন্যরা, নানা কিছুর জন্য আক্ষেপে মরে।
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা