অনু কাব্য সমগ্র

৪৩১
একা ঘরে
কাল্পনিক সঙ্গতায় ডুবে থাকি;
অসম কথোপকথন
ঝাপসা চেহারা
আমি ভুলে যেতে চাই, একবার নয়
বারবার।

খুঁজে ফিরি পুরাতন স্মৃতি
মুগ্ধতার আকাশে ছায়া দেখি;
প্রণয় ছাড়াও
অনুভূতির আবেশে আপ্লুত থাকি।

ফেব্রুয়ারি ১১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৪৩২
রাস্তার ধারে
চায়ের স্টলে;
কাছাকাছি, পাশাপাশি;
আজ ও অনুভবের উষ্ণতায় আছি।

জাগ্রত অনুভবে
ভাবনারা উঁকি দেয়, বিমর্ষ করে;
সময়ের প্রবাহে
পলাতক হয়েছে, হারিয়ে গেছে সব।

হয়তো আর ফিরবে না কোনদিন!!

ফেব্রুয়ারি ১৭, ২০২৩ রাত ১২ টা
মিরপুর, ঢাকা

৪৩৩
কেউ কেউ চলে যায়
সমস্ত আয়োজন উপেক্ষা করে;
পেছনের সব কথা ভুলে গিয়ে
স্মৃতিগুলোকে তাচ্ছিল্যতায় এতিম করে দিয়ে।

নিরক্ষর স্মৃতিদের
ভাষা থাকে না;
বোবা কান্নায় দিনযাপন করে
উদযাপন করতে পারে না।

ফেব্রুয়ারি ১১, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪৩৪
চোখের কোণে ঘন জলবিন্দু
গড়িয়ে পড়ে;
স্মৃতির পানশালায়
কারো কারো মনে উন্মাদনা তৈরি হয়।

ফেলে আসা সময় সঞ্চিত থাকে
আগামীর চাহনীতে;
শূন্যতার কোন সমীকরন হয় না
গনিতের ফর্মুলাও থাকে না।

মগজ ব্যস্ত দৈনিক কোলাহলে
হৃদয়ের চোখ নীলের ওপারে।

ফেব্রুয়ারি ১১, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৪৩৫
শব্দহীন দৃশ্যগুলো খুব মজার
স্মৃতির দৃশ্যবলী;
কোন দ্বন্দ্ব নেই, মতানৈক্য নেই
সুসময়ে প্রত্যাখানে কোন নুতন শব্দ নেই।

পুরনো দৃশ্যের সাথে একই শব্দ
বারবার;
নুতন দৃশ্য কল্পনায়
অনুভবে, প্রশান্তিতে।

ফেব্রুয়ারি ১১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৪৩৬
ইদানিং হাঁটতে হাঁটতে
রাস্তা ভুলে যাই
মগ্ন থাকি আত্ম জিজ্ঞাসায়;
আত্ম আলাপে
এবং কথোপকথনে;
স্মৃতির আকাশে ডানা মেলে, নিরুদ্দেশ হই বহুদূর।

মুগ্ধতার ধ্যান
ফিরে ফিরে আসে
নিজেকে লুট করে নিয়ে যায়;
ভেতরে শূন্য হৃদয় নিভৃতে জেগে থাকে।

ফেব্রুয়ারি ১১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৪৩৭
বিস্ময় ভেসে বেড়ায় চোখের আঙ্গিনায়
বদলে যাওয়া সময়
দুঃসময়ে থেকে সুসময়ে প্রত্যাবর্তন;
অবশেষে হারিয়েই গেলে!
কিংবা কাছে থেকেও ভুলে গেলে।

বলেছিলে
সীমার মধ্যেই থাকবে;
খ্যাতির মোহে অসীম পানে ছুটে চলা;
ক্লান্তির প্রান্তে গিয়ে
ফিরবে হয়তো কোন একদিন।

আমি অপেক্ষাতেই থাকবো

ফেব্রুয়ারি ১১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৪৩৮
চারদেয়ালে স্মৃতির দাগ খুঁজে পাই
তোমার কবিতার বইয়ে
শুভেচ্ছা বানী, আজও আগলে রেখেছি যত্নে।

জঞ্জালের এই পৃথিবীতে
স্মৃতি বড়ই মূল্যবান।

আকাশের একাকীত্বের সাথে
সখ্যতা হয়েছে বেশ;
তোমার কাছে প্রত্যাখান হলেও
আকাশ জড়িয়ে ধরেছে।

ফেব্রুয়ারি ১১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৪৩৯
দৃশ্য ও অদৃশ্যের ক্রমাগত প্রলাপ
অদৃশ্যের কথোপকথন বেশি মধুর
যেন বা যাদু বন্যায় শিহরন !

দ্বিধা  আর দ্বন্দ্বের ঝগড়া চলে প্রতিনিয়ত
দ্বিধার ঘোর লেগে থাকাই ভালো
প্রত্যাশা তখনো জীবিত থাকে।

ফেব্রুয়ারি ১১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৪৪০
‘আপনি’ থেকে ‘তুমি’
হয়ে ওঠার মধ্যেই একটা বিস্ময় থাকে;
ইংরেজি ভাষায় তা অনুপস্থিত
দুর্ভাগ্য!!

‘তুমি’ থেকে ‘তুই’
নৈকট্য থাকে বটে;
কিন্তু, কিছু একটা হারিয়ে যায়।

আমি ‘তুমি’তেই স্থির থাকতে চাই
একটা শিহরণ লালন করি তাই।

ফেব্রুয়ারি ১১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা