অনু কাব্য সমগ্র

৬১
মৃত মানুষের সাথে বসবাস
খুব কঠিন কাজ;
আমি সেটাই করছি
অনেক বছর ধরে।

প্রায়ই দেখতে পাই
আমার পাশেই রাতভর শুয়ে আছে;
আমার সাথেই হাটছে
আমারই লাশ!!

নভেম্বর ১২, ২০২২, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৬২
বনের হিংস্র পশুগুলো
ইদানিং লোকালয়ে ঢুকে পড়ে অবলীলায়;
নিরীহ মানুষ তাদের
পিটিয়ে মারে, সীমা অতিক্রমের অপরাধে।

মানুষ যখন পশুদের
আবাসস্থলে ঢুকে পড়ে বিনা অনুমতিতে
পশুদের খাদ্য, আবাসস্থল নষ্ট করে
পশুরা তখনোও অসহায়, মানুষ শ্রেষ্টত্বে ভোগে

নভেম্বর ১২, ২০২২, সকাল ১১টা
মিরপুর, ঢাকা

৬৩
এখানে সেখানে
ছড়িয়ে ছিটিয়ে থাকা
সুখগুলোকে একত্র করা গেল না;
টুকরো সুখের সমন্বয় হলো না।

কষ্টগুলো একা একা বেড়ে ওঠে
যন্ত্রনার রূপ নেয়;
তারও পরে দহনে রূপান্তরিত হয়
সুখের কোন রূপান্তর হয় না, কস্টের হয়।

নভেম্বর ১২, ২০২২, সকাল ১১টা
মিরপুর, ঢাকা

৬৪
নগ্নতা পোষাকের ভেতরের
বিষয়? নাকি
মগজ এবং চিন্তার রঙ তুলিতে
অদৃশ্যমানতায় দৃশ্যমান থাকে?

প্রশ্নটি পুরনো এবং দীর্ঘদিনের
সমাজ, সভ্যতা, আইন, নীতি
কেউই সঠিক উত্তর জানে না;
নগ্নতার নিজের কোন দায় থাকে না।

নভেম্বর ৬, ২০২২, রাত ১১টা
মিরপুর, ঢাকা

৬৫
নগ্নতার বাস কোথায়?
শরীরে?
পোষাকের ভেতর?
মনে, মগজে, ভাবনায়?
নগ্ন শিশু কাউকে লজ্জিত করে না।

বিশ্বসুন্দরী প্রতিযোগীতায়
নগ্ন নারী সভ্যতাকেও
লজ্জিত করে না;
নগ্নতা পরিনতদের দায়, যদিও কেউ মানে না।

নভেম্বর ৬, ২০২২, রাত ১১টা
মিরপুর, ঢাকা

৬৬
শ্রেনী সংগ্রামের দায়ভার
শ্রমিক নিতে পারে;
শ্রেনী বিন্যাসের দায় কেবলই
জ্ঞানী এবং নীতি নির্ধারকদের।

মুঠোফোন শ্রেনীবিন্যাস করে না
আধুনিক প্রযুক্তিরও দায় নেই;
শ্রেনী ব্যবসায়ীগন আড়ালে থাকেন
চেতনার মুখোশে যখন তখন আড়ালে লুকিয়ে পড়েন।

নভেম্বর ৭, ২০২২, সকাল ১০টা
মিরপুর, ঢাকা

৬৭
রৌদ্র এসে ঠায় দাড়িয়েছিল
জানালার পাশে, অনেক্ষন;
অবহেলা, অবজ্ঞায়, ভুলের মাত্রায়
তা ছায়া হতে হতে অন্ধকার হয়ে গেছে।

এখন আর রৌদ্রে্র জন্য অপেক্ষা কেন?

নভেম্বর ১২, ২০২২, বিকেল ৫টা
মিরপুর, ঢাকা

৬৮
মনের ব্যাকরন বোঝে না মন
শরীরের ব্যাকরন নিয়ে;
ভাবেই বা ক'জন

কবিতার ব্যাকরন
কবি মানতে চান না;
শরীর ও মন
একে ওপরকে করতে চায় শাসন।

দ্বিধা গ্রস্থ সৃষ্টি এবং স্রষ্টা!!!

নভেম্বর ১২, ২০২২ বিকেল ৫টা
সাভার, ঢাকা

৬৯
ক্ষুধা ও তৃষ্ণার
অনুবাদ হয়নি এখনো;
স্বপ্নগুল এতিমের মত ঘুরছে।

ভালোবাসার ট্রান্সক্রিপ্ট আগে
তবে  তো হবে অনুবাদ!
তারও অনেক পরে
পাওয়া যাবে অনুভবের স্বাদ।

ঈশ্বরের সময় গননা ততোদিন
কি থেমে থাকবে তবে??

নভেম্বর ১০, ২০২২,,সন্ধ্যে ৬টা
যশোর এয়ারপোর্ট।

৭০
বহিরাবরণ আরশীতে তখন
ছাড়া পড়েছিল সুন্দর আগামীর;
এখন আগামী হয়েছে নির্দয় বর্তমান
আর কোন আগামী নেই।;
এখন এই বর্তমানের ছবিতে আছে, আগামীর
ছায়া স্বপ্ন;
শর্তযুক্ত বর্তমান, আগামীর শুধুই রূপকল্প।
আগামীতে দেখা পাবো, আবারো অতীতে্র দহনের গল্প

নভেম্বর ১২, ২০২২ রাত ৮টা
ইবনে সিনা হাসপাতাল, কল্যানপুর,  ঢাকা