অনু কাব্য সমগ্র
৩৯১
আর কতোটা ভুল করলে
আমি একদিন শুদ্ধ হতে পারবো?
আর কতোটা প্রায়শ্চিত্ত করলে
আমিও একদিন জীবনের কাছে
ফিরতে পারবো?
ভোরের চিলতে আলোয়
নিজেকে একবার দেখতে পারবো?
জানুয়ারী ৩১, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা
৩৯১
বাবুইয়ের বাসার কারুকাজ
সময়েকে হার মানায়
ধর্য্যকে পরাজিত করে।
আমার খুব ইচ্ছে করে
আবার শুরু করি নক্ষত্র সংগ্রহ।
আবার ফিরে যাই
জীবনের কাছে
উষ্ণ ওমে ঘুমোতে, খুব ইচ্ছ করে আমার!
জানুয়ারী ৩১, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা
৩৯৩
ইচ্ছেমৃত্যুর পতঙ্গগুলো
চারপাশে উড়ে বেড়ায়;
শিরদাড়া বেয়ে হেটে চলা
বরফের গিরগিটি
আপন শৈত্যে ফসিল হয়।
আর কতোটা বছর
আমাকে আমারই জীবন-ফসিলকে
পাহাড়া দিতে হবে?
জানুয়ারী ৩১, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা
৩৯৪
আমার নিজেকে
পাহাড়াদার মনে হয়;
ক্ষয়ে যাওয়া জীবনকে পাহাড়ায় রাখি
ক্ষয় ঠেকাতে পারি না।
সবাই জীবনকে
উদযাপনে, উপভোগে
সমাপ্তি রেখায় নিয়ে যায়
আমি, আজীবন পাহাড়ায় রাখলাম।
তবুও ক্ষয়টুকু ঠেকানো গেল না।
জানুয়ারী ৩১, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা
৩৯৫
দুটি “অ” এর কারনে
তৃতীয় “অ” জন্মেছে
অসভ্যতা আর অশ্লীলতায়
চারদিক ছেয়ে গেছে
ওদের যৌথ উন্মাদনায়
আমাকে তৃতীয় “অ” উপহার দিয়েছে
আমি “অসামাজিক” হয়ে গেছি
জানুয়ারী ৩১, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৩৯৬
মানুষগুলো সব
সূর্য্যমুখী ফুল হয়ে গেছে;
আলোর তৃষ্ণায় সারাক্ষন
ঘূর্নায়মান থাকে।
আজকাল
সম্পর্ক, ভালোবাসা, প্রেম...
সব শব্দকেই একটিমাত্র শব্দ
“সূর্য্যমুখী” মনে হয়।
জানুয়ারী ৩১, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৩৯৭
একটা সময় মনে হত
জন্মান্ধ মানুষগুলো
কত অসহায়!! খুব কষ্ট হতো!
পৃথিবীর রূপ দেখতে পায় না
ভালোবাসার রঙ কি তা জানে না।
এখন মনে হয়
পৃথিবীর বীভৎস রূপ
ভালোবাসার বিবর্ণ রঙ
না দেখতে পাওয়াই ভালো।
ওরা অনেক ভালো আছে
কাঁদতে হয় না প্রতিরাতে!
জানুয়ারী ৩১, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৩৯৮
ব্যাথিত আত্মার সাথে হৃদ্যতায়
পথের পাশেই দাঁড়িয়ে থাকি
অপেক্ষা করি
জলজ্যান্ত জীবনের সাথে
বন্ধুত্ব রাখি
বলা হয় না কোন কথাই
কান্নার ইচ্ছেটাও ভুলে গেছি
দৃষ্টির ব্যকুলতা সীমাহীন জীবনের
হত বিহ্বল সময়!!
ফেব্রুয়ারী ১, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা
৩৯৯
ক্ষতি পুষিয়ে নেবার
নানা পথ জানা আছে তোমার
আমার নেই
ভালোবেসে ফিরে আসার ক্ষতি
আমার এখন একমাত্র পুঁজি
সময়ের স্মৃতি কথা
ক্ষতি পুষিয়ে দেবে আমার
ফেবরুয়ারী ১, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা
৪০০
প্রতিপক্ষ ভাবার মধ্যে
কোন গৌরব নেই
অথচ, তুমি বুঝলে না
চাঁদ আর সুর্য্য কেউ কাউকে
প্রতিপক্ষ ভাবে না
পারস্পরিক ভাবনায়
বন্ধুত্ব হতে পারতো
শ্রেষ্ঠ বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম
তুমি ফিরিয়ে দিলে
“ইগো’র কাছে পরাজয় মেনে নিলে!!
ফেবরুয়ারী ১, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা