অনু কাব্য সমগ্র
৩৫৯
অন্যের অবহেলায়, উপেক্ষায়
আমার অভিজ্ঞতা বাড়ে;
তার কোন লাভ হয় না
আমার কোন ক্ষতিও হয় না.
লাভ-ক্ষতি বিহীন একটি আচরণ!!
একে অপরের সাথে
তবুও চলে, কথার আক্রমন;
অথচ, আমারা যদি সহযোগী হয়ে যেতাম
নিঃসন্দেহে ভালো থাকতে পারতাম
জানুয়ারী ২৪, ২০২৩ বিকেল ৪টা
স্ট্রিট টি স্টল, সেগুনবাগিচা, ঢাকা
৩৬০
আমি নিজের সাথে বিরোধীতা করি
নিজেরই প্রতিপক্ষ হয়ে পড়ি
নিজেকে শাষন করি
তবুও, তোমার জন্য অপেক্ষা করি।
আমি সময় থেকে সময় কেড়ে নেই
কাজগুলো জমিয়ে রাখি
ব্যস্ততা সরিয়ে রাখি
শুধু, তোমার জন্য অপেক্ষা করি।
জানুয়ারী ২৪, ২০২৩ বিকেল ৪টা
স্ট্রিট টি স্টল, সেগুনবাগিচা, ঢাকা
৩৬১
ঈশ্বর প্রদত্ত উপহার
সময়ের অপচয় হয় প্রতিদিন;
বুক কেঁপে ওঠে
অথচ
হাসির রেখা থাকে ডিপ্রেসনের ঠোটে।
নিয়ন্ত্রনের সুতো থাকে
কার কাছে?
সেও জানি, ঈশ্বরের কাছে!!
সুতোর খেলা নাকি, মানুষ বেছে বেছে?
জানুয়ারী ২৬, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৩৬২
আঙ্গুলের ছোয়ার সৃষ্টি
নন্দনতত্ত্ব;
এখনো পুরোটা বোঝেনি মানুষ!!
শুধু ইবলিশের হেরে যাওয়া দেখে
গর্ব অনুভব করে!!
সেই থেকে শুরু
গর্বের ইতিহাস, ঈর্ষার ইতিহাস;
পৃথিবীর প্রথম হত্যাকান্ড ঈর্ষার কারনে
মানুষ, ইতিহাসের ধারা আজও বজায় রেখেছে।
জানুয়ারী ২৫, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা
৩৬৩
মানুষের ভীড়ে তোমাকে
দূরের নক্ষত্র মনে হয়;
মায়াবী আলো কিংবা
সূর্য্যের তীব্র আলোকচ্ছটা।
একাকী কথা বললে
ঘরের ভেতর;
মোমবাতির মোলায়েম আলো
ছুঁয়ে দেয়ার অনুভূতি দেয়।
আমি তখন ভালো থাকি
সবচেয়ে বেশি।
জানুয়ারী ২৫, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা
৩৬৪
বার বার তোমার কাছে যাই
কিছুই বলা হয় না;
কিছুক্ষন চেয়ে থাকি, তারপর ফিরে আসি
আকাশ যেমন সবাইকে আগলে রাখে
আমিও তোমাকে
আগলে রাখি
আমার মতো করে।
অথবা
আমিই পেতে দিই না
অনুভবটুকু অপ্রকাশিতই থাক তবে!!
জানুয়ারি ২৬, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৩৬৫
অনুভব প্রকাশ করে দিলে
বাধ্যবাধকতার জাল তৈরি হয়;
অপ্রকাশিত প্রেম
হারানোর আশংকা থাকে বটে
কিন্তু মলিন হয় না।
প্রতিদিন সময় যেমন বাস্প হয়ে যায়
ভালোবাসা বাস্প হয় না;
জমাট বাধে বুকের ভেতর।
আমি জমাটবদ্ধতা ভীষন অনুভব করি!!
জানুয়ারি ২৬, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৩৬৬
সবাই ভালোবাসাকে তীব্রতার
মধ্যে খোঁজে;
জোড় করে, উচ্চস্বরে, বাধা সৃষ্টি করে
ভালোবাসাকে আগলে রাখতে চায়।
চুরি হয়ে যাবার আশংকা করে প্রতিনিয়ত।
আমার কাছে, ভালোবাসা
মোলায়েম
আলতো করে, নিরাপদে
হৃদয়ের গহীনে জড়িয়ে রাখার বিষয়।
ভালোবাসা আলতো ছোঁয়া !
জানুয়ারি ২৬, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৩৬৭
বেশ কিছুদিন হলো
আমি আর জীবন
আলাদা হয়ে গেছে
দাম্পত্য বিচ্ছেদের মতোই।
সম্পর্কটা অনেকদিন টিকে ছিল
অধিক ব্যবহারে মলিন হয়ে গেছে।
আমি এখন একা থাকি
আর, জীবনের হয়েছে একাকীত্ব রোগ!!
জানুয়ারি ২৬, ২০২৩ বিকেল ৪টা
স্ট্রিট টি স্টিল, মিরপুর, ঢাকা
৩৬৮
তুমি একা থাকলে
কথা বলতে আরাম লাগে;
সবার মাঝে, ভীড়ের মধ্যে থাকলে
কুয়াশাচ্ছন্ন আকাশের কথা মনে হয় আমার।
আমি বাতাসের গায়ে কান পেতে রাখি
তোমার কথা শুনবো বলে
তুমি জনপ্রিয় না হলে
আমার জন্য ভালো হতো’
আমি জনপ্রিয় হলে, তোমার জন্য ভালো।
এখন, আমরা কি আলাদা হয়ে যাবো?
জানুয়ারি ২৪, ২০২৩ বিকেল ৪টা
স্ট্রিট টি স্টিল, সেগুন বাগিচা, ঢাকা
৩৬৯
তাকে আমি আমার মতো করে
পেতে চাই না
তাকে তার মতো করে রেখে দিতে চাই
তাতেই আমি বেশি সুখ পাই
অথচ সে চায়
আমি তাকে বদলে দেই
আবদার করি, অভিযোগ তুলে ধরি, খাবলে ধরি......
আমি আর তাকে খুঁজে পাই না
জানুয়ারি ২৪, ২০২৩ বিকেল ৪টা
স্ট্রিট টি স্টিল, সেগুন বাগিচা, ঢাকা
৩৭০
ভালোবাসার জন্মসালটা মনে নেই
মৃত্যু সালটা মনে আছে
আর
মানুষ নিজের জন্ম সালটা মনে রাখে
মৃত্যু সালটা জানেই না
কি মনে থাকবে
আর কি থাকবে না
তা কি আমরা নিয়ন্ত্রিন করতে পারি??
জানুয়ারি ২৬, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা