অনু কাব্য সমগ্র

৩৩৬
আমি আড্ডা দেয়ার একজন সঙ্গী চাই
নিরবিচ্ছিন্ন আড্ডা;
অবিশ্যই বিপরীত লিঙ্গের।
প্রেম চাই না, ভালোবাসা চাই না
এমনকি শরীরও চাই না
শুধুই আড্ডাতে জীবনের গন্ধ খুঁজি
প্রান ফিরে পাই।

বিপরীত লিঙ্গের কেন তবে চাই?

অনুভুতি, ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং
অনুরননে
বৈচিত্র্য আছে, তাই

জানুয়ারী ১৮, ২০২৩ সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা

৩৩৭
কেন তবে কষ্ট দাও?
বার বার ভেঙ্গে যাই নিজের ভেতর;
ফিরে যাবার ইচ্ছেটুকু চেপে রেখে
চলে আসি আনমনে।

দমকা বাতাসে চুল উড়ে
যায়, যাক;
তবুও, আমি অনড় দাঁড়িয়ে থাকবো
তোমার অপেক্ষাতেই।

জানুয়ারী ১৮, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৩৩৮
ভাবছি একটা ছাগল
জবেহ দিবো;
দুগ্রামের মেহমান ডেকে খাওয়াবো।
তারপর, ঈশ্বরের আছে প্রার্থনা করবো
যেন  ভালোবাসার খাঁদ থেকে ফিরে আসতে পারি।

এছাড়া আর কোন উপায় নেই;
নিজের সক্ষমতায়
তোমায় ভুলতে পারবো না

জানুয়ারী ১৮, ২০২৩ সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা

৩৩৯
কটাক্ষগুলো থাকে তীব্র
কিন্তু মোহময়তায় হালকা হয়ে যায়;
পরিহাসের ব্যঞ্জনা থাকে, পাজর ভাঙ্গা
লাস্যময়তায় তা হজম হয়ে যায়।

মধু জড়ানো ঠোটে থাকে
হেয় করার কৌতুকপ্রদ বাক্য;

ঈশ্বর, পুরুষকে বোকা হিসেবেই দেখতে চান

আর পুরুষ, নিজেদের ক্ষমতাবান ভাবে!!

জানুয়ারী ১৮, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৩৪০
ঘন কালো কাজল চোখে
গদগদ ভাবে তাকায়;

পুরুষ ভাবে, কিছু একটা বলতে চায়

আসলে সে
জাদু বাস্তবতার চর্চা করে

জানুয়ারী ১৮, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা