অনু কাব্য সমগ্র

৫১
দরোজা বন্ধ করে কি লাভ?
অভিমানের আয়ু বাড়বে
জানালা বন্ধ করেও কোন লাভ নেই
কেবল ঘৃনারই পাহাড় জমবে।

সুখের স্থায়ী আবাসন নেই
কষ্টগুলোরও সীমানা নেই।

সুখ কিংবা দহন পরিমাপের
যন্ত্র আবিস্কার হয়নি;
প্রশ্ন-উত্তরের মাঝেই
জীবনের রহস্য লুকানো।

নভেম্বর ১১, ২০২২ ভোর ৫টা
মিরপুর, ঢাকা

৫২
আজও মন ভালো হয়নি
অনেকদিন থেকেই নিয়ন্ত্রনে থাকছে না;

প্রকৃতির চোখে চোখ রেখে
কিছুটা নিরাপত্তা পাই;

মানুষের কাছে আশ্রয় মেলে না
সংযোগের সেতুটি আর ডাকে না।

নভেম্বর ১১, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা

৫৩
এখন আর আগের মতো
উচ্ছিসিত হতে পারি না;
চেতনাহীন অধিকারের বীজ বপনে
প্রত্যাশা অংকুরিত হয় না।

একদিন ফসলি মাঠ ছিল
কুমারী যৌবনা;
ফসল উন্মুখ উর্বরা
এখন পুরোটাই কপর্দশুন্য নিস্ফলা।

নভেম্বর ১০, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা

৫৪
স্বাধীনতার অর্থ বুঝিনি
স্বাধীনতা কখন স্বাধীন হয়?
কিভাবে হয়?
স্বাধীনতা কি একটি স্থির চিত্রায়ন
নাক চলমান বিষয় ?

স্বাধীনতা কি নিশ্চিন্তে
নিশ্চয়তায় ডুবে থাকে?
নাকি, প্রতিনিয়ত অর্জন বিসর্জনের
ধারায় অর্জিত হবে?

স্বাধীনতা চাওয়া, বোঝা এবং
পাওয়ার মধ্যে বিস্তর ফারাক।

নভেম্বর ১১, ২০২২ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৫৫
তোমার সম্মতি নয়তো
অসম্মতির রায় কি হবে
দিয়ে দাও না কেন?
ফিরে যাই কিংবা থেকে যাই।

অহেতুক কেন বসিয়ে রেখেছো?
অপেক্ষার তাপে আটকে রেখে
কেন পোড়াচ্ছো?
কেনই বা দোদুল্যমানতার আয়ু বাড়াচ্ছো?

নভেম্বর ১০, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা

৫৬
বেশ তো দেখি
পিপড়েরা সুখে আছে;
টসটসে রসের ভেতর মৌমাছিদের দিনকাল কাটছে
পাখিদের জীবন ভরপুর উচ্ছাসে।

বাবুই পাখির খুনসুটিযুক্ত
লোভনীয় দাম্পত্য জীবন;
সফলতাপূর্ন জীবন শেষে মরন
শুধু জানি না, আমার জীবন কেমন?

নভেম্বর ৮, ২০২২ সকাল ৭টা
তালা, সাতক্ষিরা, উত্তরণ

৫৭
ঈর্যার কারুশিল্প, অমিলের চিত্রকলা
হিংসার  নন্দনতত্ত্বে আমরা পরিপক্ক;
পাওয়া না-পাওয়ার কৃত্তিম হিসেবে নিকেষে
আমরা খুবই দক্ষ।

অমূল্য জনগন শৈল্পিক নয়
কথাজীবিরা সমাজে মূল্যবান হয়;
নান্দনিক মোড়কে গোজামিল
এই সমাজে, ভালো মানুষ থেকে চাল চুলোহীন।

নভেম্বর ১১, ২০২২ ভোর ৫টা
মিরপুর, ঢাকা

৫৮
ভাবছি একা থাকার
প্রয়োজনটাকে এবার
পাকা বন্দোবস্ত করে ফেলবো
এতকাকীত্বটাকেই  আপন করে নেবো।

বৈষয়িক কিংবা শারীরিকভবে
না হলেও
মানষিকভাবে
মানসিক একাকীত্ব আমার
ভীষন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

নভেম্বর ৭, ২০২২ রাত ১১টা
ওরিয়ন হোটেল, যশোর

৫৯
আজকাল আন্দোলনও
বিক্রয়যোগ্য পন্য;
স্থানীয়, জাতীয় কিংবা
আন্তর্জাতিক পর্যায়ে নানা নামে, নানা রঙে।

মানবতা বিক্রি হয়
ভালোবাসা বিক্রি হয়;
সম্মান, প্রেম, সম্পর্ক
সবই বিক্রি হয়, কখনো পণ্য
কখনো বা সেবা হিসেবে;

কখনো বা ‘বিক্রি” না বলে, অন্য নামে
ভিন্ন ভনিতায়।

নভেম্বর ১১, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৬০
বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়ায়
বৃক্ষদের মনোনয়ন দেয়ার
ব্যবস্থা থাকলে ভালো হতো;
বৃক্ষদের লোভ নেই, মোহ নেই, ধার দেনাও নেই;

প্রতিদন্ধি প্রার্থী হিসেবে নদী হলে
আরও ভালো হয়;
নদীদের ক্ষোভ-বিক্ষোভ নেই,
প্রতিবাদের ভাষায় সহিংসতাও নেই;

নদী ও বৃক্ষের আসন্ন নির্বাচনে
পাখির মিছিলে, বাতাসের শ্নোগানে
মুখরিত হবে, মাঠ- ঘাট-প্রান্তর
মানুষ থাকবে নিরাপদ।

নভেম্বর ১১, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা





৫৮
ভাবছি একা থাকার
প্রয়োজনটাকে এবার
পাকা বন্দোবস্ত করে ফেলবো
এতকাকীত্বটাকেই  আপন করে নেবো।

বৈষয়িক কিংবা শারীরিকভবে
না হলেও
মানষিকভাবে
মানষিক একাকীত্ব আমার
ভীষন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

নভেম্বর ৭, ২০২২ রাত ১১টা
ওরিয়ন হোটেল, যশোর

৫৯
আজকাল আন্দোলনও
বিক্রয়যোগ্য পন্য;
স্থানীয়, জাতীয় কিংবা
আন্তর্জাতিক পর্যায়ে নানা নামে, নানা রঙে।

মানবতা বিক্রি হয়
ভালোবাসা বিক্রি হয়;
সম্মান, প্রেম, সম্পর্ক
সবই বিক্রি হয়, কখনো পণ্য
কখনো বা সেবা হিসেবে;

কখনো বা ‘বিক্রি” না বলে, অন্য নামে
ভিন্ন ভনিতায়।

নভেম্বর ১১, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৬০
বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়ায়
বৃক্ষদের মনোনয়ন দেয়ার
ব্যবস্থা থাকলে ভালো হতো;
বৃক্ষদের লোভ নেই, মোহ নেই, ধার দেনাও নেই;

প্রতিদন্ধি প্রার্থী হিসেবে নদী হলে
আরও ভালো হয়;
নদীদের ক্ষোভ-বিক্ষোভ নেই,
প্রতিবাদের ভাষায় সহিংসতাও নেই;

নদী ও বৃক্ষের আসন্ন নির্বাচনে
পাখির মিছিলে, বাতাসের শ্নোগানে
মুখরিত হবে, মাঠ- ঘাট-প্রান্তর
মানুষ থাকবে নিরাপদ।

নভেম্বর ১১, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা