অনু কাব্য সমগ্র

২৮০
মৃত্যু আমার ক্যালেন্ডারের অংশ
একদিন মৃত্যু হবেই
সবারই হয়,
এটুকু ভাবনাই যথেষ্ট না;

কেউ মনে রাখবে না
আমার পরিবারে সদস্যরাও না
এমনকি
এখন যাদের বন্ধু ভাবছি, তারাও না।

ভাবনাই, জীবনকে সহজ কিংবা কঠিন করে তোলে।

জানুয়ারি ৫, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

২৮১
মানুষ জন্মের সাথে সাথেই
উষ্ণতা হারায়
তারপর আজীবন খুজে বেড়ায়;
কথার উষ্ণতা
শরীরের উষ্ণতা
সম্পর্কের উষ্ণতা
জীবনের উষ্ণতা.....

আর কি খুজে পায়?

কেউ কেউ হয়তো
উষ্ণতার প্রতিচ্ছায়া পায়;
মুখোশের আদলে।
অন্যরা বঞ্চিত থাকে
আজীবন বঞ্চিতই থাকে।

জানুয়ারি ৪, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

২৮২
বাড়ির পাশে একটা পুকুর ছিল
তার পাশেই একটা
ঢাল ছিল
প্রায়ই পড়ে যেতাম ছোটবেলায়;

বড়বেলায় এখনো
মাঝে মাঝেই পড়ে যাই
জীবনের ঢালে;
তখন সবাই আমার পড়ে যাওয়া
দেখতে পেতো
এখন কেউ দেখে না;
এটাই প্রশান্তি।

জানুয়ারি ৪, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

২৮৩
পথ থাকলেই
পদক্ষেপ থাকে;
পথটা উচু নীচু বন্ধুর হতে পারে
পদক্ষেপটা ভুল শুদ্ধ থাকতে পারে;

আমি কোন পথ দেখি না
প্রান্তসীমা দেখি;
পথহীন পদক্ষেপ
নুতন পথ আবিস্কার করে হয়তো;

উল্টো করে ভাবা যায়?
পদক্ষেপ নিলেই পথ তৈরি হয়;
উল্টো  এবং সোজা
একেকজনের একেক ভাবনা।

জানুয়ারি ৫, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

২৮৪
অবশেষে
সরল পথে চলে যাবো আমি
পৃথিবীর ঋন পরিশোধ না করে;
মদ, মাংস.....আর কিছু উপভোগ না করে
ভালোবাসার ফাদে পা না দিয়েই।

জানুয়ারি ৫, ২০২৩ রাত ৯টা
আইসিসিবি, বসুন্ধরা