অন্য কাব্য সমগ্র

৩২৬
অনেক হাটতে হাঁটতে
হঠাৎদেখতে পাই;
রোদের প্রতিভা শুকিয়ে যেতে যেতে
মরেই গেছে।

অর্ধেক আঁকা ক্যানভাসটি
আজও ঝুলছে
নাকের ডকায়;
শীত কুয়াশায় একটু আড়াল হয়েছে

জানুয়ারী ১৬, ২০২৩, সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা

৩২৭
রাস্তার ধারে চায়ের স্টল
আমার প্রিয় জায়গা;
আধ খাওয়া চাঁদের মতো
অনেক স্বপ্নের দেখা মেলে এখানে।

স্বপ্নের পূর্ণতা
আমার লাশের মতো মনে হয়;
অপূর্ণ স্বপ্ন জলন্ত সিগারেট, আর
আধ খাওয়া স্বপ্ন, প্রথম প্রেমের ঘ্রান।

জানুয়ারী ১৬, ২০২৩, সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা

৩২৮
আজ সকালে
ফুটপাতের ভীড় এড়িয়ে
রাস্তা ধরেই হাটছিলাম;
গাড়ীর হর্ণ শুনে পেছনে তাকালাম;
সুন্দরী কিন্তু অহংকারী নারী, গাড়ীতে।

পাশ দিয়ে চলে যাওয়া রিকশায়
কর্মজীবি নারী;
বাতাসে ভেসে আসা চুলের ঘ্রান
এখনো পাচ্ছি।

জানুয়ারী ১৬, ২০২৩, দুপুর ১২টা
ইব্রাহীমপুর, মিরপুর, ঢাকা

৩২৯
মুগ্ধতার দরোজা এখনো বন্ধ হয়নি
কাছে যেতে হবে , তার কোন মানে নেই;
অন্তরে চোখ মেলে থাকি
শরীরবিদ্যা নিয়ন্ত্রনেই রাখি।

শরীরের ভাষা শেখা হয়ে গেলে
মুগ্ধতা হারায়;
শীতের পাখিরা অতিথি হয়ে এলে
অকর্মন্য দেশীয় পাখিরা অভিবাদন জানায়।

জানুয়ারী ১৬, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা

৩৩০
মেঘেরও প্রতিভা থেকে
বৃষ্টি হয়ে নেমে আসে ধরনীতে;
সুর্য তার নিজের মেধায় চাঁদকে মায়াবী করে তোলে
কেবল মানুষ অহংকারে ভোলে।

ফুসফুসের শিরায় জমে থাকা কালি
ফিসফিসিয়ে কথায় কি আর দূর হবে
ছড়িয়ে থাকা ধূলো বালি?
মানুষ আর কবে প্রতিভায় উদ্ভাসিত হবে!!

জানুয়ারী ১৬, ২০২৩, সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা