অনু কাব্য সমগ্র

৩১২
জীবনসঙ্গী যখন শুধু
পাওয়া, চাওয়া কিংবা দেয়ার
সঙ্গী থাকে
থমকে পড়ে জীবন তখন প্রতি বাঁকে।

জীবনসঙ্গী যখন
আড্ডার সঙ্গী হতে পারে;
প্রয়োজনটুকুর কমতি হলেও হতে পারে
জীবন ভরপুর হতে, আর কিছু কি লাগে?

জানুয়ারী ১৩, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা

৩১৩
আমি এখনো স্মরণ করি
ফেলে আসা
মধুর দিনের পুরানো শরীর
ভেজা অরণ্য, শ্যাওলা মাখা পথ।

আজও স্মরণ করি
আশার আলোর উজ্জ্বলতা;
ক্ষুধার্ত দিনের মলিন মুখের
নির্বাক আমাকে।

ভুলের পথ মসৃনতার
ছায়া দিতে পারে;
প্রকৃত জীবন দিতে অপারগ।
ভুলগুলো ভুলে যেতে পারাই জীবনের নিয়ামক।

জানুয়ারী ১৩, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা

৩১৪
অন্ধকারে রক্তাক্ত পথ
দেখা যায় না, দৃশ্যমান হয় না;
তবুও জমাট রক্ত
অন্ধকারের কালোকে গভীরতা দেয়।

প্রবল দুটো হাত চোখের সামনে
স্পষ্ট ছিল;
নির্বাক চাহনী, উপেক্ষিত হয়েছিল
ভুলের যাত্রায় পথটা আলো আধারীতে ভরা ছিল।

আলো, আঁধার, উপেক্ষা
এখন সবই সমাপ্তির টানে উদ্বিগ্ন।

জানুয়ারী ১৩, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা

৩১৫
ক্ষুদ্র ক্ষুদ্র সময় কণার
যোগফল জীবন;
জীবন বিলীন হলেও, সময় অস্তিত্বশীল
অথচ সময়কে অবজ্ঞা!!!

সময়ের উপর নির্ভরশীল জীবন’
জীবনের সাথেই সময়ের ভাবালুতা;
অথচ, উপেক্ষা, অবহেলা, অপচয়!!

সময়ও প্রতিশোধ নিতে জানে
সময়ের যখন সময় হয়।

জানুয়ারী ১৩, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৩১৬
আমি এখন কথা বলতে চাই
সময়ের সাথে
জীবনের সাথে
প্রকৃতির সাথে

অথচ, আগে বলা হয়নি কখনো!!!

সময়ের কি সময় হবে এখন
জীবনতো বিমুখ
প্রকৃতি তার নিজের গতিতে চলছে

আমার অসহায়ত্ত বুক পকেটেই থাক তবে!

জানুয়ারী ১৩, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৩১৭
স্বপ্নের পথযাত্রায়
কোন বিশ্রাম ছিল না;
ভুল যাত্রাপথে স্বপ্নভঙ্গ
এখন স্বপ্নের বাইরে, দীর্ঘ বিশ্রামের পথ।

ঈশ্বরের জন্য আনন্দ বার্তা
আর কোন চাহিদা নোট নেই;
আর কোন অভিযোগ ফাইল করতে হবে না
শুধু সহনীয় কষ্টে প্রতিস্থাপনের ব্যবস্থা করতে হবে।

জানুয়ারী ১৩, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৩১৮
স্বপ্নের শব্দরা
পরিচিত হতে না হতেই
অপরিচিত হয়ে গেলো।

অপরিচিত শব্দরা পরিচিত হবার
সময়ে চাচ্ছে
স্বপ্নের সময় সীমাবদ্ধতার রেখায় আক্রান্ত

স্বপ্নটা অস্পষ্টই রয়ে গেল!!

জানুয়ারী ১৩, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৩১৯
আমার আত্মার একটি
নিরিবিলি বাতিঘর আছে;
কিন্ত, মৃত্যুর মতো
ভয়ংকর এবং নিঃসঙ্গ।

একাকী পলায়নমুখী আত্মা
অচিরেই মক্তি পাবে;
বাতিঘর ছেড়ে জনস্রোতে মিশে যাবে
বিষন্ন যুখন তখন খুব খুশি হবে।

জানুয়ারী ১৩, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা

৩২০
সকলের চোখেই অশ্রু জল
ক্ষতবিক্ষত হৃদয়;
ঈশ্বরের চোখে কোন অশ্রু থাকে না
স্রষ্টার আনন্দ , বেদনা, কান্না কিছুই থাকে না।

সৃষ্টিতেই স্রষ্টার আনন্দ
এর উত্তাপের কোন দায়ভার থাকে না;

জানুয়ারী ১৩, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা