অনু কাব্য সমগ্র

৩০৬
ইচ্ছেগুলো নিয়ন্ত্রিত হতে হতে
ক্লান্ত হয়েছে;
উজ্জ্বলতা হারিয়ে নিবু নিবু
করে আজও জ্বলছে।

ইচ্ছের মৃত্যু হয় না বলে
জীর্ণ শীর্ণ হয়ে বেচে আছে;
কোন শ্রোতা নেই বলে
ডায়েরীর আশ্রয়ে ঘুমিয়ে থাকছে।

জানুয়ারী ১২, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৩০৭
উষ্ণ তপ্ত নিঃশ্বাস ছাড়া
আর কোন সাক্ষী নেই;
জীবনের রঙ খয়েরি হয়েছে
ভুলের প্রায়শ্চিত্তগুলো জমা আছে।

নির্লিপ্ততার দুধসাদা চাদরে
জীবন জড়িয়ে থাকছে;
কোন এক উদাসীন সময়ে
দুর্বোধ্য ভাষায় তার সমাপ্তি হবে।

জানুয়ারী ১২, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৩০৮
এমনটা তো হতেই পারতো
হোল না কেন;
বলা তো যেতোই
বলা হোল না কেন;
ভুলটা না করলেই ভালো হতো
তবুও ভুলটা হোল কেন;
গতিপথটা অন্যরকম হতে পারতো
কিন্ত উল্টো হোল কেন;

ওভার থিংকিং আমায় স্বস্থি
দেয় না কিছুতেই

জানুয়ারী ১২, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৩০৯
বিশ্বব্রম্মন্ডের  অভিভাবক
কোন কোন অভিযোগ
আমলে নিয়ে থাকেন গুরুত্বের সাথে;

কোনটা অবহেলার সাথে
কেবল ফাইল বন্দী রাখেন;
আপাদত তদন্ত শেষ করেন
বিচারের রায় হবে পরে।

আমি বিচারে রায় তাৎক্ষনিক পেয়েছি
একটি ভুলের প্রায়শ্চিত্ত করে চলেছি।

জানুয়ারী ১২, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা

৩১০
স্মৃতির দহন, বিশ্বাসে ঘুণপোকা
ভুলের প্রায়শ্চিত্ত;
যোগফল কি ‘একাকীত্ব”?
শূন্যতার বিহ্বলতা!!

অফুরন্ত প্রানশক্তির ক্ষয় হয়
বিশ্বাসের প্রতিক্ষাও
ভুল প্রমানিত হয়;
তবু, অনন্ত কালের যাত্রায় সবাই সামিল হয়।

জানুয়ারী ১২, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা

৩১১
আমি সচেতনভাবেই
ভুল স্টেশনে এসে গেছি;
এর কোন মানে হয় না
পেছনে ফেরার ট্রেনতো থাকে না।

পরের স্টেশনে
আর যাওয়া হবে না;
আবারো ভুল হবে নিশানা
মাঝপথে এখন, মৌনতাই ঠিকানা

জানুয়ারী ১২, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা