অনু কাব্য সমগ্র

৩০৩
আমি অবসর সময়েকে
কাজের মধ্যে প্রতিস্থাপিত করি;
কিছু একটা ভ্লে থাকি
আগে, অবসর উদযাপন করতাম।

কাজকেই উপভোগ করতে চাই
আগে প্রয়োজনে করতাম;
এখন অপ্রয়োজনেও করি
ব্যস্ততায় জীবনের বই পড়ি

জানুয়ারী, ১১, ২০২৩, সন্ধ্যে ৬টা
ইব্রাহীমপুর, ঢাকা

৩০৪
সব মানুষের জীবনেই
বিচ্ছিন্ন অনেক ঘটনা থাকে;
টুকরো টুকরো গল্প নানা বাঁকে
যোগসূত্রবিহীন ভিন্ন চিত্রকল্প বটে!!

আমার একটাই গল্প
পুরো জীবনকে আঁচড় কেটেছে;
ভুলের পরম্পরায় ভুলেরই গল্প
পুরো জীবনের সাথে যার নাড়ীর সম্পর্ক।

জানুয়ারী, ১১, ২০২৩, রাত ৮টা
মিরপুর, ঢাকা

৩০৫
ইদানিং খুব দ্বিধাগ্রস্থ থাকি
স্বপ্নের মতো জীবন, নাকি
জীবনের সাথে মিলিয়ে স্বপ্?
কোনটা হলে ভালো হয়?

ভালোবাসার জন্যই
জীবন, নাকি
জীবনকে বাঁচিয়ে রাখতেই ভালোবাসা
কোন আনুপাতিক হার আছে?

জানুয়ারী, ১১, ২০২৩, রাত ৮টা
মিরপুর, ঢাকা