২৯৭
আকাঙ্ক্ষাগুলো নির্বোধ
না হলে কি আর এতো অতৃপ্তি
থাকে মানুষের!!

আকাঙ্ক্ষাগুলো বেপোরোয়া
না হলে কি আর এতো অমানবিক
হতে পারে মানুষ!!

জানুয়ারি ৯, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা


২৯৮
তোমার সাথে আমার
দূরত্ব কমিয়ে আনতেই আমার নীরবতা
আমার শব্দহীনতা;
অথচ শব্দহীনতা দূরত্ব আরো বাড়িয়ে দেয়।

তোমার সাথে
ভুল বোঝাবুঝি কমিতে আনতেই
আমার প্রত্যাশাহীনতা;
অথচ, উদাসীনতার অভিযোগে অভিযুক্ত আমি।

জানুয়ারি ৯, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা

২৯৯
চারদিকে অসফল মানুষ দেখি
কান্নার আওয়াজ শুনি
ব্যর্থতার আর্তনাদ ভাসে বাতাসে
আমি নিজেও অসফল মানুষ।

সফল মানুষও দেখি বেশ;
আত্মগর্বে বুক ফুলিয়ে হাটে।
অন্যকে উপদেশ দেয় সারাক্ষন;
নিজেকে সফল ভাবা হয়নি কখনো।

কেউ কেউ বিষয়টিকে
ভিন্ন মোড়ক দিয়ে থাকে;
কথার মারপ্যাচে, নানা কৌশলে
আত্মতৃপ্তি মেলে হয়তো।

সফল, অসফল, আত্মপ্রবঞ্চক...
সব মানুষই দেখি।
সুখী মানুষ, একজনও দেখি না।
সুখী ভাবুক দেখি।

জানুয়ারি ৯, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা