অনু কাব্য সমগ্র

২৮৫
আমি এখনো
অপেক্ষা করি;
ভোরের উদিত সুর্য্যের নরম আলো
আরেকবার যেন
দেখতে পাই, পরম তৃপ্তিতে।

এখনো স্মরন করি
স্মৃতির শরীরে লুকিয়ে থাকা
অশ্রুজলের প্রতিটি কণা
ফোঁটা ফোঁটা হয়ে সম্ভাবনার
বীজ বপন হয়েছিল।

ফলবন্ত গাছটির জন্য
অপেক্ষা করি, এখনো

জানুয়ারি ৬, ২০২৩ রাত ৯টা
মিরপুর৷ ঢাকা

২৮৬
বায়ান্নতম ঘোড়াটি
দ্রুততম বেগে বেরিয়ে গেল;
সবগুলোই বেরিয়ে যাবে নিজ গন্তব্যে
আমার কোন তাড়া নেই।

ত্রিশতমের সময়
অস্থির ছিলাম; আর কতোটা
বাকি থাকলো, প্রায়ই গুনতাম;
একটি তো, আমার জন্য বরাদ্দ ভাবতাম

এখন আর ভাবিই না

জানুয়ারি ৬, ২০২৩ সকাল ১১টা
মিরপুর৷ ঢাকা

২৮৭
হঠাৎ করেই
পাল্টে যেতে পারে সবকিছু
অথচ
আমার কোন প্রস্তুতিই ছিল না।

অবশ্য
প্রস্তুতি রেখেও লাভ হতো না;
জীবনের নান্দনিক অঙ্গনে
আমার ভ্রমন করা হতো না।
সে যোগ্যতা আমি অনেক আগেই হারিয়েছি।

জানুয়ারি ৬, ২০২৩ সকাল ১১টা
মিরপুর৷ ঢাকা

২৮৮
ভালোবাসার অত্যাচার
চাইনি কখনোই;
ভালোবাসা মানে তো, জমি দখল নয় ।

আমার ধারনাই ছিল না
ভালোবাসার কাছে থেকেও
জীবন ধ্বংস হতে পারে।

আমরা এগিয়ে যাচ্ছি
ভালোবাসার ছদ্মনামে;
ভালোবাসাহীন এক পৃথিবীর দিকে

জানুয়ারি ৬, ২০২৩ সকাল ১১টা
মিরপুর৷ ঢাকা

২৮৯
ইদানিং আমি
আমার পাশে প্রায়ই বসে থাকি;
অনুভব করি
দুটো স্বত্বা
একে অপরকে জড়িয়ে থাকতে চায়
অথচ পারে না।

দ্বন্দ্বমুখর একটা কোলাহল
তীব্র একটা প্রতিক্রিয়া
একে অপরকে;
চপেটাঘাত করে।

আমি নিশ্চুপ থাকি
আমার কিছুই করার থাকে না।

জানুয়ারি ৬, ২০২৩ রাত ৯টা
মিরপুর৷ ঢাকা

২৯০
বিষন্নতার শহরে দেখি
দৃশ্যের পর দৃশ্য সাজানো
আম বাগানের মত;
ঘন, সারি সারি গাছে ঠাসা।
আলো প্রবেশ করার সাধ্য নেই।

বেদনাবোতাম টিপে দিলেই
বিষন্নতার শহর;
দুর্দান্ত এক আকর্ষনে আকড়ে ধরে
আমি ভুল করে, একবার
বোতাম টিপে দিয়েছিলাম।
আর বেরুতে পারছি না!!

জানুয়ারি ৬, ২০২৩ সকাল ১১টা
মিরপুর৷ ঢাকা

২৯১
রহস্যের পেছনে একটি
সত্য কণ্ঠস্বর শুনতে পাই;
জীবনের পরতে পরতে
একটি ভুলের সঙ্গীত শুনতে পাই।

আমি দিনভর
মানুষের ছবি আঁকি;
শূন্যতার ছবি আকি
জীবনের চারপাশে দেয়ালে ঝুলিয়ে রাখি।

জানুয়ারি, ৬, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা

২৯২
একটা সরল পথ ছিল
অথচ, ভুলক্রমে দুর্বোধ্যতাই তৈরি হয়েছে;
মগজ ব্যস্ত থাকে
জীবনের দাপ্তরিক কাজে।

দুর্বোধ্যতার আড়ালে
কবিতারা হারিয়ে যায়;
নান্দনিকতা হোচট খায়
অবিরাম উঠে দাঁড়াতে চেষ্টা করি।

জানুয়ারি, ৬, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা

২৯৩
ধর্ম পালন করে
ধার্মিক হওয়া যায় সহজে;
স্বর্গীয় স্বপ্নের দিকে এগোনো যায়
দান করে দীনিও হওয়া যায়।

কতটা সাধক হলে
সংসার নামক জঞ্জাল পরিত্যাগ
করা যায়?
ভালোবাসার মোহ থেকে মুক্ত থাকা যায়?

জানুয়ারি, ৬, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা