অনু কাব্য সমগ্র
২৭১
একদিন মৃত্যু এসে থামিয়ে দিবে
জীবনের সকল আয়োজন
এতো সব প্রয়োজন;
শুধু শুধুই এতো বিভাজন
ইদানিং নিজেকে মনে হয় “অন্যজন”
কিংবা পৃথিবীতে আগুন্তক ‘একজন”;
উত্তর হীন, একটা প্রশ্ন থেকেই যায়
আমাকে পৃথিবীর কি প্রয়োজন
জানুয়ারী ১, ২০২৩, রাত ১১টা
পটুয়াখালি