অনু কাব্য সমগ্র

২৫৯
সুটো কাটা ঘুড়ি
আকাশে ওড়ে স্বাধীন সত্ত্বায়
স্বাধীনতার রস আস্বাদন করে আপন মনে;
অপেক্ষায় থাকে অন্ধকার ভবিষ্যৎ
যদিও, ভাবনায় কিছুই তা না জানে।

ভুল ব্যাখায় “স্বাধীনতা”
অপব্যাখায় “পরাধীনতা”;
মূলত পরনির্ভরতা থেকে মুক্ত হওয়া
পরস্পর নির্ভরতায় থাকা।
আত্মনির্ভরশীলতার বুলি ফাঁকা।

ডিসেম্বর ৩০, ২০২২, সন্ধ্যে ৭টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬০
একই কাজ
সময়ে যা সঠিক অনুভূত হয়
ভিন্ন সময়ে তা ভুল;
ভুল আর ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমষ্টি
মানুষের জীবন

মানুষের পক্ষে
সঠিক কাজ করা কি সম্ভব?
ভুল-অভিজ্ঞতা-ভুল…চক্রাকারের
পথ পরিক্রমা
অবশেষে, সঠিক পথের সন্ধান
তখন বিস্ময়!!!! এছাড়া আর কিছু??

ডিসেম্বর ৩০, ২০২২, সন্ধ্যে ৭টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬১
আমার গভীর বেদনার্ত সময়ে
হাসিমুখে সেও ব্যঙ্গ করে;
মাঝে মাঝে বাড়িয়ে দেয় পিচ্ছিল আদর
আমি বিস্ময়ে তাকিয়ে থাকি!

বিচ্ছিন্ন সব অংশ জুড়ে নিতে
চুম্বকীয় শক্তি ছিল আমার;
এখন বিচ্ছিন্নতার পৃথিবীতে বসবাস করি
এক্সিট লাউঞ্জের যাত্রীদের কিছু মনে রাখতে হয় না।

ডিসেম্বর ৩০, ২০২২, সন্ধ্যে ৭টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬২
সবাই যখন
জীবনের সময়সীমা দিয়ে দৈর্ঘ্য মাপে
আমি তখন
ওজন মাপি, জীবনের ওজন এখন কেমন;
আগে কতটা হালকা ছিল? এসব

সবাই যখন
অর্ধপূর্ন পানির গ্লাস নিয়ে
মনস্তাত্ত্বিক পরীক্ষা করে;
গ্লাসটা অর্ধেক পূর্ণ নাকি অর্ধেক খালি
আমি তখন, ওইটুকু পানি ভর্তি গ্লাসের ওজন
নিয়েও চিন্তিত থাকি না।

আমি ভাবি, ওজন যাই হউক, কতটা সময়
হাতে ধরে রাখতে পারবো!!

ডিসেম্বর ৩০, ২০২২, রাত ৯টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬৩
ঈশ্বরবিহীন কোন সৃষ্টি
আছে পৃথিবীতে?
তুমি ঈশ্বরকে ভালো না বাসতেই পারো
অস্বীকারও করতে পারো
কিন্তু, সৃষ্টিকে উপেক্ষা করতে পারো??

স্রষ্টা এবং সৃষ্টি, দু’টোকে এক সাথে
অনেকেই ভালোবাসতে পারে না
তুমিও পারো না।

অন্তুত তোমার শিল্প সত্ত্বা
সৃষ্টিকে অস্বীকার করবে না, আশা রাখি।

ডিসেম্বর ৩০, ২০২২,  রাত ৯টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬৪
তোমার সৌন্দর্যকে এমনভাবে
প্রকাশ কর, বিকশিত কর;
অনূভূতিকে উত্তেজিত করার জন্য নয়;
আমি চাই, তা আত্মার পুষ্টির যোগান দিক।

আলমারীর তাকে
থরে থরে সাজানো আছে সুখ;
আত্মা পুষ্ট হলেই
সুখ খুঁজে নেয়ার সামর্থ্য তৈরি হবে।

ডিসেম্বর ৩০, ২০২২,  রাত ৯টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬৫
এসো আমরা
কিছুক্ষনের জন্য হলেও ভুলে যাই;
টাকার ভাবনা, স্বাস্থ্যের ভাবনা
এর পর কি হবে, কি হতে পারে, সেই সম্ভাবনার ভাবনা

এসো
দূরে সরিয়ে রাখি, আমাদের
ভবিষ্যতের ভয় আর অতীতে মনস্তাপ
আমাদের না পাওয়ার বেদনাগুলো

এসো, এখন কে উপভোগ করি
এখনকে দুজনের মাঝে বাঁচিয়ে রাখি

ডিসেম্বর ৩০, ২০২২,  রাত ১১টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬৬
তুমি সন্দেহের বীজ বপন করলে
তাই, শূন্যতার গাছ বেড়ে উঠলো
একাকীত্বের ভরপুর ফলন হলো
এখন, ফলের ভারে ভারাক্রন্ত হয়ে উঠলে!!

তুমি উষ্ণতার উনুন নিভিয়ে দিলে
শীত নেমে এলো;
হীম ঠান্ডায় শিরা উপশিরা নিস্ক্রিয় হলো
এখন, নিষ্ক্রিয় লৌহ দন্ডের অভাবে জীবন অচল হল।

ডিসেম্বর ৩০, ২০২২, রাত ১১টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬৭
মৃত্যুকে অন্ধকার ডাকা হয়
মাতৃগর্ভ ও অন্ধকার, কিন্তু তা বলা হয় না;
আগমনের প্রতিক্ষা সব সময় সুন্দর
ফিরে যাওয়াটা অসুন্দর

আমার আগমন উদ্দেশ্য ফিরে যাওয়ার ছিল না
তুমি ফিরিয়ে দিলে;
জীবনের কাছে ফিরে যাওয়া একাকীত্বের হতে পারে
কিন্তু অসুন্দর হয় না ।

ডিসেম্বর ৩০, ২০২২,  রাত ১১টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬৮
চিকিৎসক বললেন
আমার নাকি “ওপেন হার্ট সার্জারী’ করতে হবে
বুকের ব্যাথাটা টনটন করে
জিজ্ঞেস করেছিলাম, বুকের ব্যাথা, হৃদয়ের ব্যথা কি একই
সঠিক উত্তর না দিয়েই
বললেন, বিজ্ঞানের উপর আস্থা রাখুন
চিকিৎসা বিজ্ঞানের উপর ভরসা রাখুন
ডায়াগনোসিস রিপোর্ট পেয়েছি।

আবার বললাম
আমি জীবনের কাছে ফিরে যেতে চাই
ফিরে যাবার অনুমতি দিলেই
আমার বুকের ব্যাথাটা চলে যাবে, সত্যি বলছি

কেউ আমার কথা শুনলো না!!

ডিসেম্বর ৩০, ২০২২,  রাত ১১টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৬৯
নিশ্চিত অন্ধকার পথকে
মোমবাতির আলোয় চলাচল উপযোগী
করা যায়?
উপভোগ্য পথভ্রমন নাই বা বললাম।

পরাজিত সময়কে পকেটে নিয়ে
স্বপ্নের চাদর গাঁয়ে জড়িয়ে
গভীর ঘুমের রাত পার করা যায়?
জীবন উদযাপনের কথা নাই বা বললাম।

ডিসেম্বর ৩০, ২০২২,  রাত ১১টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে

২৭০
প্রজন্ম রক্ষার দায়িত্ব
আমাকেই কেন নিতে হবে?
কে দিয়েছে আমাকে এই দায়িত্ব
আমি তো যৌন দাস হতে চাইনি।

ভালোবাসার ফাক ফোকড়ে
যৌন দাসত্ব করতেই পারি
সেটা বাই প্রোডাক্ট হতেই পারে।
আমি যৌন জগতে রাজত্ব চেয়েছিলাম
তুমি আমাকে যৌন দাস বানিয়ে দিলে !!!

ডিসেম্বর ৩০, ২০২২,  রাত ১১টা
লঞ্চ কেবিন, পটুয়াখালির পথে