অনু কাব্য সমগ্র

২৫১
ক্রমশই....
দূরত্ত বেড়ে যাচ্ছে
তোমার সাথে আমার
পৃথিবীর মানুষের সাথে আমার
এমনকি, নিজের সাথেও।

যাপিত জীবনের কড়চা
ভীষন ভয় পাইয়ে দেয়
আহত করে
কাছে থাকার আগ্রহ হারিয়ে যায়
প্রতিদিন আমার দূরত্ত কমে যায় পরকালের যাত্রা পথে।

ডিসেম্বর ২৬, ২০২২ সকাল ১০টা
মিরপুর, ঢাকা

২৫২
মানুষ নিজের সাথেই
প্রতারনা করে প্রতিদিন;
মুখে বলে হতে চায় স্বাধীন
আদতে, থাকতে চায় অন্যের অধীন।

খুটিতে বাধা স্বাধীনতা চায়
গরু ছাগল বাস্তবে যেমনটা পায়;
ঈশবরের কাছে অধীনতা অপছন্দ
মানুষের কাছে পরাধীনতায় আনন্দ।

ডিসেম্বর ২৬, ২০২২ সকাল ১১টা
মিরপুর, ঢাকা

২৫৩
এখন শুধু তো মানুষই
মানুষের সাথে প্রতারনা করে;

ধরা যাক
আগামীকাল থেকে অন্য সবাই
মানুষের সাথে প্রতারনা শুরু করবে;
গাছ, প্রকৃতি
অন্যান্য প্রানী
পাহাড়, সমুদ্র, আকাশ..

এমনকি ঈশ্বর  ও

সম্ভবত
তখন মানুষ প্রতারনা ভুলে যাবে
নিজেদের সাথে প্রতারনা করবে না
নিজেরা জোটবদ্ধ হবে
প্রতারনার বিরুদ্ধে ঐক্য হবে।

ডিসেম্বর ২৬, ২০২২ সকাল ১১টা
মিরপুর, ঢাকা

২৫৪
সেই তো……
মানুষ কে একাই থাকতে হয়
নিজের সাথে কথা বলা, নিজের সাথেই থাকা
তবে আর শুধু শুধু…
এতো সম্পর্কে জড়ানো কেন?
কেনই বা সম্পর্কের জলে ডুবে মরা!!!

ইদানিং…
মানুষকে আমার ভীষন ভয় লাগে
মৃত্যুর মতো ভয়
কবরের নীরবতার মতো আতঙ্ক
হীম শীতল করা রক্তের স্রোত বয়ে যায় মগজে

ডিসেম্বর ২৬, ২০২২ সকাল ১১টা
ইব্রাহীমপুর,ঢাকা

২৫৫
জীবন নদী ঘুরে ঘুরে
বাঁক নেয়;
নিজের ইচ্ছায়, প্রকৃতির নিয়মে
নদীতে ভাসমান নৌকা নোঙর করে নিজের ইচ্ছায়।

আমার আর নোঙর করা হল না
ছুটে চলি অবিরাম

ডিসেম্বর ২৬, ২০২২ সকাল ১০টা
মিরপুর, ঢাকা